বর্ণবাদী আচরণ: লা-লিগার সমালোচনায় ভিনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ এএম, ০২ জানুয়ারি ২০২৩
বর্ণবাদী আচরণ: লা-লিগার সমালোচনায় ভিনি

নিজের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ বন্ধে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় স্প্যানিশ ফুটবলের শীর্ষ আসর লা লিগার সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। গত শুক্রবার হোসে জোরিলা স্টেডিয়ামে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে বদলী হিসেবে মাঠে নামার পরপরই একদল সমর্থকের বর্নবাদী মন্তব্যের শিকার হন এ ব্রাজিলীয় তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনিসিয়াস লিখেছেন, “বর্ণবাদীরা সর্ববৃহৎ ক্লাবের খেলা খুব কাছ থেকে দেখার জন্য নিয়মিত স্টেডিয়ামে উপস্থিত হলেও লা লিগা কিছুই করে না। আমিও মাথা উঁচু করে আমার এবং মাদ্রিদের জয়গুলো উদযাপন করতে থাকবো।”

২০২২ সালের সেপ্টেম্বরে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে মাদ্রিদ ডার্বির আগে ভিনিসিয়াসের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের বর্ণবাদী স্লোগানের দৃশ্য ধারণ করা হয়েছে।

এদিকে, বার্তা সংস্থা এএফপিকে লা লিগার একজন মুখপাত্র বলেছেন, “লা লিগায় ঘৃণামূলক বক্তব্যের কোন স্থান নেই। আমরা শুক্রবার ম্যাচটি নিয়েও তদন্ত করছি। ঘৃণাত্মক মন্তব্যের জন্য কেউ চিহ্নিত হলে তার বিচারের জন্য ক্লাব ও উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “সামাজিক মাধ্যমগুলোতে আপলোড হওয়া বর্ণবাদী ভিডিওগুলো শণাক্ত করেছে লা লিগা। তাদের বিরুদ্ধে আগের মামলাগুলোর মতোই চার্জ গঠন করা হবে।”

অতীতেও খেলোয়াড়দের সঙ্গে বর্ণবাদী আচরণকারী সমর্থকদের শণাক্ত করে আদালতে পাঠিয়েছিল লা লিগা কর্তৃপক্ষ। হয়তো এবারও এমন কিছু হতে যাচ্ছে। তবে তার আগেই অভিযোগ তুললেন মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

জোড়া গোল দিয়ে বিশ্বকাপ হতাশা কাটালেন বেনজেমা

জোড়া গোল দিয়ে বিশ্বকাপ হতাশা কাটালেন বেনজেমা

এমবাপ্পের জন্য সময় নষ্ট করবে না রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের জন্য সময় নষ্ট করবে না রিয়াল মাদ্রিদ

সেল্টিককে গোল বন্যায় ভাসালো রিয়াল মাদ্রিদ

সেল্টিককে গোল বন্যায় ভাসালো রিয়াল মাদ্রিদ

ব্যালন ডি’অর জয়ে সুস্পষ্ট ফেবারিট বেনজেমা

ব্যালন ডি’অর জয়ে সুস্পষ্ট ফেবারিট বেনজেমা