মেসি-এমবাপ্পেদের বিপক্ষে ম্যাচে অধিনায়ক রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩
মেসি-এমবাপ্পেদের বিপক্ষে ম্যাচে অধিনায়ক রোনালদো

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পের পিএসজি'র মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোররা। রোনালদোর দলটি হবে আল নাসের ও আল হিলালের মিলিত। বহু কাঙ্খিত এই ম্যাচে সৌদি অল স্টারের নেতৃত্ব দেবেনে রোনালদোই। বৃহস্পতিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের জন্য পিএসজি বিরাট অংকের অর্থ পাবে।

ফরাসি ক্লাবটি পাবে ১১২ কোটিরও বেশি টাকা। এই ম্যাচের প্রতি সেকেন্ডের মূল্য দুই লাখ টাকারও বেশি। ফ্রান্সের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বিরাট পরিমাণের অর্থ দেওয়া হবে পিএসজিকে। যা ক্লাবের আয় অনেকটাই বাড়িয়ে দেবে। গত বছর বিপুল পরিমানের অর্থ ক্ষতি হয়েছিল ক্লাবের।

এ বছরও ক্ষতির আশঙ্কা রয়েছে। এই কারণে এই বিরাট অংকের আয় কিছুটা স্বস্তি দেবে পিএসজিকে। ম্যাচটি দেখতে দর্শকদেরও বিশাল অংকের অর্থ গুনতে হচ্ছে।

রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবেন মেসি এবং রোনালদো। আল নাসের দলের অধিনায়ক করা হয়েছে রোনালদোকে। বৃহস্পতিবার সম্মিলিত একাদশেরও অধিনায়ক হবেন। আল নাসের দলের হয়ে এখনও খেলতে নামেননি রোনালদো। তার আগেই এই সম্মিলিত একাদশের হয়ে খেলে ফেলবেন।

আল নাসেরের হয়ে রোববার অভিষেক হতে পারে রোনালদোর। ম্যানইউতে থাকার সময় দু’ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল রোনাল্ডোকে। আল নাসেরে এসে সেই কারণে প্রথম দু’টি ম্যাচ খেলতে পারেননি তিনি।

এদিকে বিশ্বকাপ জেতার পর পিএসজিতে যোগ দিয়ে দুটি ম্যাচ খেলেছেন মেসি। সর্বশেষ ম্যাচে মেসি, নেইমার ও এমবাপ্পে খেলেও হেরেছে দল। বিশ্বকাপে এমবাপ্পে আটটি ও মেসি সাত গোল করেন। দলের নেইমারও ভালো ছন্দে ছিল। অপরদিকে রোনালদোর জন্য হয়তো সব থেকে বাজে বিশ্বাকাপই হবে থাকবে এটি।


স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি-এমবাপ্পে জুটিও পিএসজিকে জেতাতে পারলো না

মেসি-এমবাপ্পে জুটিও পিএসজিকে জেতাতে পারলো না

রোনালদোর হাসি দেখতে চান কোচ গার্সিয়া

রোনালদোর হাসি দেখতে চান কোচ গার্সিয়া

সৌদি আরবের ক্লাব আল নাসেরে রোনালদো

সৌদি আরবের ক্লাব আল নাসেরে রোনালদো

জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুললেন রোনালদো

জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুললেন রোনালদো