বিশ্বকাপ আয়োজক কাতারের ক্লাবকে ফিফার জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২০ জুলাই ২০১৮
বিশ্বকাপ আয়োজক কাতারের ক্লাবকে ফিফার জরিমানা

২০২২ সালের বিশ্বকাপ আয়োজক তেল সমৃদ্ধ ধনী দেশ কাতারের দুটি ক্লাবকে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করায় জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করলে দলবদলে নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে বলেও সতর্ক করে দিয়েছে ফিফা।

আল আরাবি স্পোর্টস ক্লাবকে ফিফা ৩০ হাজার সুইস ফ্রাঁ (২৫ হাজার ৮০০ ইউরো) জরিমানা করার পাশাপাশি খেলোয়াড়দের বেতন পরিশোধ করার জন্য ৯০ দিন সময় বেধে দিয়েছে। ওই তারিখের মধ্যে তারা পাওনা পরিশোধ না করলে সয়ংক্রিয়ভাবে ছয় পয়েন্ট হারাবে এবং দুই দফা দলবদলের উপর নিষেধাজ্ঞার মধ্যে পড়বে।

এছাড়া আল খারাইতিয়াত অব কাতারকে জরিমানা করা হয়েছে ২৫ হাজার সুইস ফ্রাঁ এবং খেলোয়াড়দেও বেতন পরিশোধের জন্য বেধে দিয়েছে ৬০ দিন। ব্যর্থ হলে এই ক্লাবটিও স্বয়ংক্রিযভাবে ছয় পয়েন্ট হারানোর পাশাপাশি পড়বে দলবদলের নিষেধাজ্ঞায়।

সম্প্রতি শেষ হয়ে গেল রাশিংয়া বিশ্বকাপ। এখন ২০২২ সালে কাতার বিশ্বকাপ নিয়ে শুরু হয়ে গেছে প্রস্তুতি। কাতার বিশ্বকাপে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ৪৮ দলের অংশগ্রহণে আগ্রহী।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে পওয়া ৪ লাখ পাউন্ড দিয়ে দিলেন এমবাপে

বিশ্বকাপে পওয়া ৪ লাখ পাউন্ড দিয়ে দিলেন এমবাপে

সমর্থকদের উল্লাসে ইনিয়েস্তাকে জাপানে স্বাগতম

সমর্থকদের উল্লাসে ইনিয়েস্তাকে জাপানে স্বাগতম

রেকর্ড চুক্তিতে লিভারপুলে যাচ্ছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন

রেকর্ড চুক্তিতে লিভারপুলে যাচ্ছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন

লিভারপুলে টিকে থাকতে লড়াইয়ে প্রস্তুত স্টারিজ

লিভারপুলে টিকে থাকতে লড়াইয়ে প্রস্তুত স্টারিজ