ম্যারাডোনার মৃত্যু, বিচারের মুখোমুখি আট স্বাস্থ্যকর্মী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২০ এপ্রিল ২০২৩
ম্যারাডোনার মৃত্যু, বিচারের মুখোমুখি আট স্বাস্থ্যকর্মী

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক দিয়েগো ম্যারাডোনার আকস্মিক মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সেই ধোঁয়াশায় এবার আরও নতুন উপকরণ যুক্ত হয়েছে। ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হতে পারেন বিচারের মুখোমুখি।

২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মৃত্যু হয় আর্জেন্টিনরা ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনার। ওই সময় ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে অবহেলার জন্য আট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

অভিযোগ উঠার পর তদন্ত শুরু করে আর্জেন্টিনা প্রশাসন। দেশের আপিল কোর্টের তরফে জানানো হয়, ট্রায়াল শুরু হবে অভিযুক্ত আট জনের।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ম্যারাডোনার। তবে চিকিৎসকদের একাংশের অভিমত, ম্যারাডানার শারীরিক সমস্যা থাকলেও সেগুলো প্রাণঘাতী ছিল না। যার ফলে ম্যারাডোনার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।


শেয়ার করুন :