মেসির ‘বিদায়ে’ মিলিয়ন ফলোয়ার হারিয়েছে পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৫ জুন ২০২৩
মেসির ‘বিদায়ে’ মিলিয়ন ফলোয়ার হারিয়েছে পিএসজি

ফুটবল যাদুকর লিওনেল মেসির সাথে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না পিএসজি। ফলে মেসি ভক্তরা পিএসজি ত্যাগ করতে শুরু করেছে। ক্লাবটির হয়ে মেসি শেষ ম্যাচ খেলার পর এখন পর্যন্ত মিলিয়ন পরিমাণ ফলোয়ার হারিয়েছে পিএসজি।

মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথম ধাক্কা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে নিজেদের অনুসারী হারাতে শুরু করেছে ক্লাবটি। প্রথম তিন দিনেই যার সংখ্যা দাঁড়িয়েছে মিলিয়নে।

যেকোনো ক্রীড়া ক্লাবে বড় কোন তারকা প্রবেশের সাথে সাথে বেশকিছু পরিবর্তন ঘটে। যার মধ্যে অন্যতম হলো- সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী বৃদ্ধি পাওয়া। সেটি আবার ভিন্ন চিত্র হয়ে থাকে, তারকাদের বিদায় বেলায়। এমনটাই হলো মেসির বিদায় নিশ্চিত হওয়ার পর পিএসজির সাথে।

বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি পিএসজির হয়ে নিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন ৩ জুন (শনিবার)। ওই ম্যাচে কোন গোল করতে পারেনি মেসি। মেসির সেই বিদায়ী ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুসারী হারাতে শুরু করেছে ক্লাবটি।

মেসি ভক্তরা এমনিতেও বিরক্ত প্যারিসের ক্লাবটির উপর। ম্যাচের পর ম্যাচ অপমান সয়ে গেছেন বিশ্বকাপ জয়ী মহাতারকা। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি যাওয়ায় নিষিদ্ধ করা হয়েছিল মেসিকে।

পিএসজিতে দুই মৌসুম কাটানো লিওনেল মেসি টানা দু’বার লিগ শিরোপা জয় করলেও ইউসিএলে নিজের চিরচেনা রূপ দেখাতে ব্যর্থ হয়েছেন। এবার মেসির বিদায়ের সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী হারাচ্ছে।

মেসি ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার আগে ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী সংখ্যা ছিল ৬৯.৯ মিলিয়ন। গত তিন দিনে ইনস্ট্রাগামে পিএসজির অনুসারী সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৮.৭ মিলিয়নে। তিন দিনেই এক মিলিয়নেরও বেশি অনুসারী হারিয়েছে ক্লাব, যা এখনো অব্যাহত রয়েছে।


শেয়ার করুন :