ফিফা র্যাংকিংয়ে ৯৩ ব্যবধানে এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে দুর্দান্ত খেললেও শেষ দিকে খেই হারিয়ে ফেললো বাংলাদেশ ফুটবল দল।পুরো ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখে খেললেও শেষ দিকে নিজেদের ভুলে হেরে গেল জামাল ভূঁইয়ারা। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ জুন) ব্যাঙ্গালুরুর শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে দারুণ খেলেও শক্তিশালী লেবাননের বিপক্ষে হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৭৯তম এবং ম্যাচের যোগ করা সময়ে ৯০+৬ মিনিটের গোলে জয় নিশ্চিত করে লেবানন।
ফিফা র্যাংকিংয়ে বর্তমানে ৯৯তম স্থানে রয়েছে লেবানন। যেখানে বাংলাদেশ ফুটবলের অবস্থা ১৯২তম। শক্তিশালী দেশটির বিপক্ষে ম্যাচে ৭৮তম মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছিল বাংলাদেশ। সেটি ধরে রাখতে পারলেও এক পয়েন্ট অর্জন করতে পারতো জামাল ভূঁইয়ারা।
আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণ করলেও ম্যাচের ৭৯তম মিনিটে ভুলে করে বসে বাংলাদেশ। বল দেওয়া-নেওয়ায় ভুলে লেবাননের দুই ফরোয়ার্ড বল নিয়ে বক্সে প্রবেশ দলকে এগিয়ে নিতে ভুলে করেননি। গোলরক্ষক জিকো এগিয়ে আসলেও হাসান মারতুকের নেওয়া শট ফেরাতে পারেননি তিনি।
পিছিয়ে পড়েও সমতায় ফিরতে চেষ্টা চায় বাংলাদেশ। তবে নির্ধারিত সময়ের মধ্যে আর গোল করতে না পারলেও যোগ করা সময়ে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়ছিল বাংলাদেশ। উল্টো আরও একটি গোল পেয়ে যায় লেবানন।
যোগ করা সময়ের ৯০+৬ মিনিটে সমতার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। উল্টো কাউন্টার অ্যাটাকে গোলের স্কোর লাইন ২-০ করেন খালিল বাডের। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেবানন। যেখানে ২০১১ সালে দুই দলের সর্বশেষ লড়াইয়ে ২-০ গোলেই জিতেছিল বাংলাদেশ।
পুরো ম্যাচে ৩৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখতে পেরেছিল জামাল ভূঁইয়ারা। এ সময়ের মধ্যে প্রতিপক্ষে গোলবারে বাংলাদেশ শট নিয়েছিল ৬টি, যার মধ্যে টার্গেট শট ছিল ২টি।
বিপরীতে শক্তিশালী লেবানন ৬৬ শতাংশ সময় বল দখেলে রেখে নেওয়া ১৫টি শটের মধ্যে ৫টি টার্গেটের ছিল। যেখান থেকে শেষ দিকে দুটি শটে গোল পেয়ে যায় ফিফা র্যাংকিংয়ে ৯৩ তালিকা এগিয়ে থাকা লেবানন।