স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। তবে এবার ঘরের মাঠে সিরিজ হারলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টাইব্রেকার ২-৪ ব্যবধানে হেরে গেছে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছিল।
রোববার (১৬ জুলাই) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। তবে সিরিজ নির্ধারণ করতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রকোরে পেনাল্টি শুটআউটে নেপালের কাছে ৪-২ ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচটিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ১-১ গোলে ড্র হয়েছিল।
টাইব্রকোরে বাংলাদেশ চারটি শট নিয়ে ২ গোল করতে পেরেছে। যেখানে নেপাল পাঁচ শটে ৪টি গোল করে।
টাইব্রেকারের শুরুতে সাবিত্রা ভান্ডারি গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নেপাল। পরে বাংলাদেশের শামসুন্নাহার সিনিয়রের গোলে ১-১ সমতায় ফেরায়।
দ্বিদীয় শটে নেপালের হিরা কুমারীর গোলে ২-১ হয়। তবে বাংলাদেশের শিউলি আজিমের শট নেপালের গোলকিপার আনজিয়া তুম্বাপো আটকে দিয়ে এগিয়ে যায় সফরকারীরা।
নেপালের পরের শট পোস্টে লাগলেও চতুর্থ শটে গোল পায় নেপাল। স্কোরলাইন ৩-২ হওয়ার পর পঞ্চম শটে নেপালের আনিকা গোল করলে উল্লাসে মেতে ওঠে সফরকারীরা। ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ শটটি আর নিতে হয়নি বাংলাদেশের।