মেসি ম্যাজিকে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৬ আগস্ট ২০২৩
মেসি ম্যাজিকে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি যোগ দেওয়ার পর পাল্টে গেছে ইন্টার মিয়ামির দৃশ্যপট। মেসির যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের এ ক্লাবটি প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলো। শক্তিশালী ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে উড়িয়ে লিগস কাপের ফাইনালে উঠেছে মিয়ামি।

বাংলাদেশ সময় বুধবার ভোরে শক্তিশালী ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। শক্তিতে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মিয়ামি।

ভেনেজুয়েলার ফরোয়ার্ড ইয়োসেফ মার্তিনেস দলকে প্রথমে এগিয়ে দেন, আসরে এটি তার তৃতীয় গোল। এরপর ম্যাচের ২০তম মিনিটে দলকে ২-০ গোলের এগিয়ে নেন লিওনেল মেসি। ফুটবল যাদুকরের নেওয়া আচমকা শটে গোলকিপার বাঁ দিকে ডাইভ দিয়েও দলকে রক্ষা করতে পারেননি।

বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল পায় মিয়ামি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩) মিয়ামিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন জর্দি আলবা। মূলত প্রথমার্ধে তিন গোলে এগিয়ে গিয়েই দলের জয় অনেকটা নিশ্চিত করে নেয় মিয়ামি।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও গোল পাচ্ছিল না কোন দল। ম্যাচের ৭৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। পাল্টা আক্রমণে বল পেয়ে মেসিরই সাবেক সতীর্থ আলেজান্দ্রো বেদোয়া।

দলের জয় নিশ্চিত হলেও ম্যাচের শেষ দিকে আরও এক সফলতায় গোল ব্যবধান বাড়িয়ে নেয় মিয়ামি। ম্যাচের ৮৪তম মিনিটে মায়ামির একাডেমি থেকে উঠে আসা ১৯ বছর বয়সী মিডফিল্ডার দাভিদ রুইস দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন।

ম্যাচে ৫৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল মিয়ামি। এ জয়ে লিগস কাপের ফাইনালে লেখা নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। একই সাথে পরের মৌসুমের কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলা নিশ্চিত হয়েছে তাদের। যা মহাদেশীয় এ আসরে ক্লাবটির প্রথমবার তো খেলার যোগ্যতা অর্জন করা।


শেয়ার করুন :