আরেকটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে মেসির মিয়ামি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ এএম, ২৪ আগস্ট ২০২৩
আরেকটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে মেসির মিয়ামি

যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে রূপকথার গল্পকে বাস্তাবে পরিণত করেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ক্লাবটিতে যোগ দিয়ে প্রথমবারের মতো মিয়ামিকে লিগ কাপের শিরোপা উপহার দিয়েছেন তিনি। এবার আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। ইউএস ওপেন কাপের সেমি-ফাইনালে এফসি সিনসিনাতিকে হারিয়ে ফাইনালে উঠেছে মিয়ামি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে (বাংলাদেশ সময়) নির্ধারিত সময়ে সেমি-ফাইনাল ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হলে টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৪ গোলের ব্যবধানে জয় পেয়ে ফাইনালে পা রাখে ইন্টার মিয়ামি।

মেসি এলেন, দেখালেন, মিয়ামিকে দিলেন শিরোপা উপহার

ম্যাচের নির্ধারিত সময়ে মিয়ামির হয়ে লিওনার্দো কাম্পানা জোড়া গোল করেন। এছাড়া বাকি গোলটি করেন জোসেফ মার্টিনেজ। ইন্টার মিয়ামির হয়ে এই প্রথম কোন ম্যাচে গোল করতে পারেননি অধিনায়ক মেসি। তবে গোলের অ্যাসিস্ট হিসেবে কাজ করেছেন তিনি।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল সিনসিনা। শুধু তাই নয়, দ্বিতীয়ার্ধেও তারা ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। ম্যাচের ৬৮তম মিনিটে প্রথম গোলের দেখা যায় মিয়ামি। ৬৮তম মিনিটে মেসির ফ্রি কিক থেকে জটলার মধ্যে বল পেয়ে হেডে গোল করেন লিওনার্দো কাম্পানা।

২-১ গোলে পিছিয়ে থাকায় মিয়ামির পরাজয় ধরে নিয়েছিল সবাই। তবে যোগ করা সময়ে সপ্তম মিনিটে বক্সের অনেকটা দূর থেকে মেসির দুর্দান্ত ক্রস থেকে হেড করে বল জালে জড়ান কাম্পানা। ২-২ গোলের সমতায় ফেরায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩) ইয়োসেফ মার্তিনেসের গোলে প্রথমে এগিয়ে যায় মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত গোলে সিনসিনাতিকে সমতায় ফেরান জাপানি স্ট্রাইকার ইউইয়া কুবো। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জয় তুলে ফাইনালে উঠে মিয়ামি।


শেয়ার করুন :