মিতুল মারমাকে গোলবার পাহাড়ায় রেখে মাঠে জামালরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৬ নভেম্বর ২০২৩
মিতুল মারমাকে গোলবার পাহাড়ায় রেখে মাঠে জামালরা

ফাইল ফটো

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারছেন না মদকাণ্ডের কারণে নিষিদ্ধ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তার পরিবর্তে বাংলাদেশ দলের গোলবার রক্ষায় দায়িত্ব পেয়েছেন মিতুল মারমা।

মেলবোর্নে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের একাদশ ঘোষণা করেছেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। একাদশে ডিফেন্সের দায়িত্ব পেয়েছেন হাসান মুরাদ।

মালদ্বীপের বিপক্ষে ডিফেন্সে শাকিল থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে রয়েছেন হাসান মুরাদ। এছাড়া ডিফেন্সে বাকি তিনজন হলেন তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ ও সাদ উদ্দিন।

এছাড়া অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে মাঠে থাকছেন হৃদয়, সোহেল রানা ও মজিবর রহমান জনি। আর আক্রমণভাগে আছেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

বাংলাদেশ একাদশ
জামাল ভূঁইয়া (অধিনায়ক), মিতুল মারমা (গোলরক্ষক), হাসান মুরাদ, তারিক কাজী, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, রিদয়, সোহলে রানা, মজিবর রহমান জনি ,ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।


শেয়ার করুন :