বাইপাস সার্জারিতে কাজী সালাউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২৩
বাইপাস সার্জারিতে কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও বাংলাদেশের অন্যতম কিংবদন্তি কাজী সালাউদ্দিনের হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য আজ (বৃহস্পতিবার) ওপেনহার্ট সার্জারি (বাইপাস) করা হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার এ বাইপাস সার্জারি করা হচ্ছে।

হাসপাতালে দশ দিনের বেশি চিকিৎসাধীন থেকে রক্ত চাপ, কাশি সহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে সালাউদ্দিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

ফেডারেশন ও পরিবারের দেওয়া তথ্যানুযায়ী, অ্যানেস্থিসিয়া দেওয়ার পর আনুষ্ঠানিক অপারেশন শুরুর পথে। অত্যন্ত জটিল ও সংবেদনশীল অপারেশন শেষ হতে কয়েক ঘণ্টা সময় প্রয়োজন। ৭০ বছর বয়সী কিংবদন্তি এ ক্রীড়া ব্যক্তিত্বের সংকটপূর্ণ অবস্থায় ফেডারেশন ও তার পরিবার দোয়াপ্রার্থী।

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় কাজী সালাউদ্দিনকে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, মেডিকেল টিমের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বাইপাস সার্জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ধমনীতে চর্বি জমা এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকির মোকাবেলায় বাইপাস সার্জারি আবশ্যক।


শেয়ার করুন :