তিন ম্যাচ নিষিদ্ধ হলেন এমবাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮
তিন ম্যাচ নিষিদ্ধ হলেন এমবাপে

লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার অপরাধে ক্যারিয়ারে প্রথমবারের মত লাল কার্ড পেয়েছিলেন প্যারিস সেইন্ট-জার্মেই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। শনিবার নিমের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটিতে পিএসজি ৪-২ গোলে জয়ী হলেও এমবাপের লাল কার্ড নিয়ে সমালোচনা শুরু হয়।

এর আগে প্রথমার্ধে ফ্রেঞ্চ এ ফরোয়ার্ড হলুদ কার্ড পেয়েছিলেন। ম্যাচের শেষ দিকে নিমের মিডফিল্ডার তেজি সাভানিয়ারের সাথে বিতন্ডায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন এমবাপে। বাজে ট্যাকেলের জন্য সাভানিয়ারও লাল কার্ড পান। যদিও ঘটনার পরে পিএসজির সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপে। তবে একইসাথে জানিয়েছেন আবারও ঐ মুহূর্ত সামনে আসলে তিনি একই কাজ করতেন।

শুনানির পর ফ্রেঞ্চ লিগ ডিসিপ্লিনারি কমিটি ১৯ বছর বয়সী এমবাপেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। এর ফলে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হয়ে এমবাপে লিগও ওয়ানে সেইন্ট-এতিনে, রেনেস ও রেইমসের বিপক্ষে পরবর্তী তিন ম্যাচে খেলতে পারছেন না। শেষ ম্যাচটি পিএসজির চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে লিভারপুলের সাথে প্রথম ম্যাচের চারদিন আগে অনুষ্ঠিত হবে।

এদিকে একই ঘটনার কারণে সাভানিয়ারকে আরও বড় শাস্তি হিসেবে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

একা মেসি কী করবে?

একা মেসি কী করবে?

রিয়াল থেকে মার্সেলোর বিদায়!

রিয়াল থেকে মার্সেলোর বিদায়!

মরিনহো এক বছরের জেল!

মরিনহো এক বছরের জেল!

লা লিগায় মালিক হলেন সেই রোনালদো

লা লিগায় মালিক হলেন সেই রোনালদো