বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস গড়লো। নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবল আয়োজনের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নতুন এ স্বীকৃতির প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথভাবে মিয়ানমারের বিপক্ষে আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।
চলতি বছরের ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বের আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার ম্যাচটি। ম্যাচটি আফগানিস্তানের হোম ম্যাচ হিসেবে স্বীকৃত হবে, যা নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে আয়োজন করবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তান ফুটবল ফেডারেশন তাদের হোম ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সেই অনুরোধ অনুমোদন করেছে।
বলা হয়, দক্ষিণ এশিয়ায় এবং আন্তর্জাতিক ফুটবল আয়োজনের উপযুক্ত পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও দক্ষ ব্যবস্থাপনার দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এএফসি। মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশও এখন নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবল আয়োজনের সক্ষমতা অর্জন করেছে।
সুব্যবস্থা, মানসম্মত আয়োজন এবং নিরাপত্তার নিশ্চয়তা থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম উজ্জ্বল হচ্ছে। সম্প্রতি জাতীয় ক্রীড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ও বাংলাদেশ বনাম মালদ্বীপ ম্যাচের সফল আয়োজন দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর নজর কেড়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আশা করছে, এ অর্জন ভবিষ্যতে আরও অনেক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পথ উন্মুক্ত করবে।
