কোচ হিসেবে নিজের উন্নতির তথ্য জানালেন গার্দিওলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৮
কোচ হিসেবে নিজের উন্নতির তথ্য জানালেন গার্দিওলা

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে সফলতা অর্জন করার পর ২০১৬ সালে ম্যানচেস্টার সিটির প্রধান কোচের দায়িত্ব নেন গার্দিওলা। প্রিমিয়ার লিগে আসার পর কোচ হিসেবে নিজের অনেক উন্নতি ঘটেছে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা।

দায়িত্ব গ্রহণের পর ২০১৭-১৮ মৌসুমে রেকর্ড গড়ে সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেয়া ৪৭ বছর বয়সি এই কোচ বলেন, ইংল্যান্ডে নেয়া চ্যালেঞ্জের কারণে কোচ হিসেবে নিজের উন্নতি সাধিত হয়েছে। এবারের আসরেও এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গার্দিওলার শিষ্যরা।

স্কাই স্পোর্টসকে তিনি বলেন, আমি বায়ার্নের কোচ হিসেবে যেমনটি ছিলাম এখন তার চেয়ে বেশি এগিয়ে গেছি। বার্সেলোনার আমলের চেয়েও আমি অনেক বেশি ভালো অবস্থায় রয়েছি।

কারণ হিসেবে তিনি বলেন, বিশাল এ লিগে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে হয়েছে। যে কারণে কোচ হিসেবে অতীতের তুলনায় নিজেকে আরও অনেক বেশি পরিপক্ষ বোধ করছি। প্রতিদিনই আমাদেরকে কাজ করতে হচ্ছে। যা গোটা বিশ্ববাসী পর্যবেক্ষণ করছে। এটি দারুন এক ব্যাপার।


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে জাতীয় দলে ফেরার আহ্বান

মেসিকে জাতীয় দলে ফেরার আহ্বান

ইনজুরিতে নেইমার, বদলি রিশার্লিসলের গোলে ব্রাজিলের জয়

ইনজুরিতে নেইমার, বদলি রিশার্লিসলের গোলে ব্রাজিলের জয়

কোপা আমেরিকার আগে মেসিকে দলে চান ইকার্দি

কোপা আমেরিকার আগে মেসিকে দলে চান ইকার্দি

নেইমার-এমবাপেকে নিয়ে ‘বিপাকে’ পিএসজি

নেইমার-এমবাপেকে নিয়ে ‘বিপাকে’ পিএসজি