রোনালদো বিহীন মাদ্রিদ বার্সেলোনার জন্য সতর্ক সংকেত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮
রোনালদো বিহীন মাদ্রিদ বার্সেলোনার জন্য সতর্ক সংকেত

ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর রিয়াল মাদ্রিদ বার্সেলোনার জন্য একটি সতর্ক সংকেত উপহার দিয়েছে বলে মনে করেন বার্সার সাবেক মিডফিল্ডার জোর্দি ক্রুইফ।

৩৩ বছর বয়সী রোনালদো জুলাইয়ে মাদ্রিদ ছেড়ে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসে যোগ দিয়ে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন। লা লিগা জায়ান্টদের হয়ে তিনি দীর্ঘ ৯ মৌসুম সাফল্যের সাথে কাটিয়েছেন।

রোনালদোর অনুপস্থিতিতে মাদ্রিদ প্রাথমিকভাবে বেশ বিপাকে পড়ালেও ধীরে ধীরে তারা নিজেদের লড়াইয়ে ফিরিয়ে নিয়ে আসে। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে তারা বর্তমানে ৮ পয়েন্ট পিছনে রয়েছে। যদিও তাদের হাতে একটি বাড়তি ম্যাচ রয়েছে।

মেসির সাথে বার্সেলোনার বর্তমান চুক্তি ২০২১ সালে শেষ হবে। কিন্তু ক্লাবের সাবেক মিডফিল্ডার ক্রুইফ মনে করেন মাদ্রিদের ভুল থেকে বার্সেলোনাকে শিক্ষা নিতে হবে।

চাইনিজ সুপার লিগের ক্লাব চোংকিং ডানডাই লিফানের কোচ হিসেবে দায়িত্বরত ক্রুইফ বলেন, ‘মাদ্রিদের সাথে যা ঘটেছে এটা বার্সার জন্য একটি সতর্কবার্তা। মাদ্রিদের খেলোয়াড়রা এখনো নিজেদের প্রমাণ করে চলেছেন। কিন্তু বর্তমান ফুটবলের যা অবস্থা তাতে এমনভাবে প্রতিটি দলকে প্রস্তুত থাকতে হবে যাতে ২-০ গোলে পিছিয়ে থেকেও যেন জয়ী হয়েই দল মাঠ ছাড়তে পারে। মেসি থাকলে এটা সম্ভব। কিন্তু তারপরেও বিশ্বাস করতে হবে ফুটবলে এর থেকেও বেশি কিছু সম্ভব।’

ক্যারিয়ারে আরেকটি দুর্দান্ত মৌসুম শুরু করেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। সব ধরনের প্রতিযোগিতায় ইতোমধ্যেই ২০ ম্যাচে করেছেন ২১ গোল। নেদারল্যান্ড জাতীয় দলের সাবেক মিডফিল্ডার ক্রুইফ বলেছেন, মাদ্রিদ দলটিকে পর্যালোচনা করলে দেখা যাবে রোনালদো তাদের দলে ছাতার মত ছিল। যখন বৃষ্টি আসতো কেউই ভিজত না। কিন্তু এখন সেখানে কোন ছাতা নেই।


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি-রোনালদো ‌‘ব্যর্থ’ : বিশ্ব ফুটবলে পরিবর্তনের হাওয়া

মেসি-রোনালদো ‌‘ব্যর্থ’ : বিশ্ব ফুটবলে পরিবর্তনের হাওয়া

নবাগত বসুন্ধরার চমক নাকী শেখ রাসেলের দাপট?

নবাগত বসুন্ধরার চমক নাকী শেখ রাসেলের দাপট?

নাবিলকে রিয়ালের প্রস্তাব

নাবিলকে রিয়ালের প্রস্তাব

চমক দেখিয়ে প্রথমবার শিরোপা জিতল বসুন্ধরা

চমক দেখিয়ে প্রথমবার শিরোপা জিতল বসুন্ধরা