থাইল্যান্ডকে পরাজিত করে এশিয়ান কাপে ভারতের শুভ সূচনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৩ এএম, ০৭ জানুয়ারি ২০১৯
থাইল্যান্ডকে পরাজিত করে এশিয়ান কাপে ভারতের শুভ সূচনা

ছবি: দ্য হিন্দু

তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রির দুই গোলের সুবাদে আবু ধাবীর আল নাহিয়ান স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এশিয়ান কাপে দারুন সূচনা করেছে ভারত।

ভারতের জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা ৩৪ বছর বয়সী ছেত্রি ২৭ মিনিটে স্পট কিক থেকে ক্যারিয়ারের ৬৬তম ও ৪৬ মিনিটে ৬৭তম গোল করে দলের জয় নিশ্চিত করেন। ৬৮ মিনিটে অনিরুদ্ধ থাপা ভারতের হয়ে তৃতীয় গোল করার পর বদলী খেলোয়াড় জেজে লালপেকুলা ৮০ মিনিটে চতুর্থ গোল করে সবাইকে চমকে দেন।

২০০৭ সালে এশিয়ান কাপে অংশগ্রহণকারী থাইল্যান্ড দলের একমাত্র খেলোয়াড় তিরাসির ডাংদা ৩৩ মিনিটে এক গোল পরিশোধ করে দলকে সমতায় ফেরালেও ম্যাচ শেষে তা কার্যত কোন কাজে আসেনি। বিরতির পর ইংলিশ কোচ স্টিফেন কনস্টেনটাইনের দল পুরোপুরি ম্যাচ নিজেদের করে নেয়।

ভারত তাদের শেষ সাতটি এশিয়না কাপের ম্যাচে একটি ড্র ও ছয়টিতেই পরাজিত হয়েছিল। কিন্তু ১৯৬৪ সালে রানার্স-আপ হওয়া ভারত এবারের টুর্নামেন্টে গ্রুপ-এ থেকে প্রথম ম্যাচেই দারুন এক জয় তুলে নিয়ে সকলকে আশাবাদী করে তুলেছে। অন্যদিকে থাইল্যান্ড তাদের শেষ ২১টি এশিয়ান কাপ ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ পর্যন্ত মাদ্রিদের চ্যালেঞ্জের আশা করছেন ভালভার্দে

শেষ পর্যন্ত মাদ্রিদের চ্যালেঞ্জের আশা করছেন ভালভার্দে

হেরেও ম্যানিসিটির সমমান ভাবছেন লিভারপুলের কোচ

হেরেও ম্যানিসিটির সমমান ভাবছেন লিভারপুলের কোচ

গার্দিওলাকে সতর্ক করলো এফএ

গার্দিওলাকে সতর্ক করলো এফএ

কোপা আমেরিকার আগেই দলে ফিরছেন মেসি

কোপা আমেরিকার আগেই দলে ফিরছেন মেসি