এএফসিতে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৩ মার্চ ২০১৯
এএফসিতে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের হার

এএফসির যুব ফুটবল টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনের বিপক্ষে ০-১ গোলে হারে বাংলাদেশ দল।

শুক্রবার রাতে বাহরাইনের ইসা টাউনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাহরাইন-বাংলাদেশের ম্যাচের শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণ লক্ষ্য করা গেছে। তবে ২০ মিনিটের মাথা বাংলাদেশের জালে গোল দেয় বাহরাইন।

এরপর থেকেই গোল শোধের জন্য বাংলাদেশ দল মরিয়া হয়ে উঠে। কিন্তু গোল শূন্য থেকেই বাংলাদেশের মাঠ ছাড়তে হয়।
এশিয়ার ৪৭ দেশের মধ্যে পাকিস্তান, ভুটান, গুয়াম ও নর্দান মারিয়ানা ছাড়া সবাই অংশ নিচ্ছে অলিম্পিক ফুটবলের বাছাইয়ে।

১১ গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্ব খেলার পর প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন, সেরা ৪ রানার্সআপ দল ও আয়োজক থাইল্যান্ড খেলবে চূড়ান্ত পর্বে। আগামী বছর ৮ থেকে ২৬ জানুয়ারি থাইল্যান্ডে হবে চূড়ান্ত পর্ব। সেখান থেকে শীর্ষ ৩ দল পাবে টোকিও অলিম্পিকের টিকিট।

এএফসির এই যুব টুর্নামেন্ট হয়ে আসছে ২০১২ সাল থেকে। বাংলাদেশ কখনোই গ্রুপ পর্ব টপকাতে পারেনি। এমনকি এ পর্যন্ত ১১ ম্যাচ খেলে জয়েরও মুখ দেখেনি। ২০১৫ সালে ঢাকায় ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করতে পারাটাই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য।

২৪ মার্চ ফিলিস্তিনির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ২৬ মার্চ শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার ফুটবল লিগে ম্যাচ পাতানোর অভিযোগ

প্রিমিয়ার ফুটবল লিগে ম্যাচ পাতানোর অভিযোগ

মেসি ফিরলেও ৩-১ গোলে হারলো আর্জেন্টিনা

মেসি ফিরলেও ৩-১ গোলে হারলো আর্জেন্টিনা

দুর্দান্ত খেলেও পর্তুগালকে জেতাতে পারেননি রোনালদো

দুর্দান্ত খেলেও পর্তুগালকে জেতাতে পারেননি রোনালদো

ইউরো বাছাইয়ে জয়ে শুরু ক্রোয়েশিয়া-বেলজিয়ামের

ইউরো বাছাইয়ে জয়ে শুরু ক্রোয়েশিয়া-বেলজিয়ামের