কার হাতে উঠছে বঙ্গমাতা গোল্ড কাপের ট্রফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৯ এএম, ০৩ মে ২০১৯
কার হাতে উঠছে বঙ্গমাতা গোল্ড কাপের ট্রফি

দেশে প্রথমবারের মত আয়োজিত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ শুক্রবার (৩ মে)। ফাইনালে স্বাগতিক বাংলাদেশ নারী ফুটবল দল এবং লাওস নারী ফুটবল দল পরষ্পরের মোকাবেলা করবে।

ফাইনালে নিজেদের এগিয়ে রাখছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। ইনজুরির কারণে ফাইনালে থাকতে পারছেন না দেশের সেরা অস্ত্র সিরাত জাহান স্বপ্না। তবে ইনজুরি কাটিয়ে ফিরেছেন কৃষ্ণা রানী সরকার। দু’জনই ছিলেন না মঙ্গোলিয়ার বিপক্ষে সেমি ফাইনাল ম্যাচে।

সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ শিরোপার আরেক দাবীদার লাওস। টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম সেমি ফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপের ফাইনালে উঠেছে লাওস।

ফাইনালের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ ছোটন বলেন, স্বপ্নাকে ফাইনাল ম্যাচে আমরা পাচ্ছি না। তার সেরে উঠতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগবে। তবে কৃষ্ণাকে আমরা খেলাতে পারবো। সে স্কোয়াডে থাকবে। দলের যে কোনো প্রয়োজনে তাকে নামানো হবে।

ফাইনাল খেলা দেখার পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে দশ দিনের ব্যক্তিগত সফরে লন্ডনে আছেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ফাইনানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ভারতীয় আম্পায়ারকে আইসিসির বহিষ্কার

ভারতীয় আম্পায়ারকে আইসিসির বহিষ্কার

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের অবনতি, পয়েন্ট হারালো বাংলাদেশ

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের অবনতি, পয়েন্ট হারালো বাংলাদেশ

আবারও পাল্টালো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

আবারও পাল্টালো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি