পিএসজিকে পেল রিয়াল, কঠিন গ্রুপে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ৩০ আগস্ট ২০১৯
পিএসজিকে পেল রিয়াল, কঠিন গ্রুপে বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০ মৌসুমে কঠিন গ্রুপে পড়েছে বার্সেলোনা। ‘এফ’ গ্রুপে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গি শক্তিশালী বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলান। আর চতুর্থ দলটির নাম স্লাভিয়া প্রাহা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোতে শুরু হয় চ্যাম্পিয়নস লিগের ড্র। একই অনুষ্ঠানে দেওয়া হয় উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও। যেখানে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে সেরা হয়েছে ভার্জিল ফন ডাইক।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ৩২টি দল খেলবে ৮ গ্রুপে ভাগ হয়ে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের মুখোমুখি হবে তারা। গ্রুপের লড়াই শেষে প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দল যাবে দ্বিতীয় পর্বে। এ বছর গ্রুপ পর্বের লড়াই শুরু হবে ১৭ সেপ্টেম্বর। ফাইনাল হবে ২০২০ সালের ৩০ মে, ইস্তাম্বুলে।

লটারিতে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল গ্রুপ সঙ্গি হিসেবে পেয়েছেন নাপোলিকে। ‘ই’ গ্রুপে তাদের সঙ্গি অন্য দুই দল- সালজবুর্গ, গেঙ্ক। বর্তমান রানার্সআপ টটেনহাম ‘বি’ গ্রুপে সঙ্গি হিসেবে পেয়েছে পাঁচ বারের ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখকে। অন্য দুই দল অলিম্পিয়াকোস ও রেডস্টার বেলগ্রেড।

চেলসির গ্রুপে সর্বশেষ আসরের সেমিফাইনালিস্ট আয়াক্স, ভ্যালেন্সিয়া ও লিল। পিএসজি ও রিয়াল মাদ্রিদ পড়েছে একই গ্রুপে। জুভেন্তাসের গ্রুপে এবারও অ্যাটলেটিকো মাদ্রিদ।

কে কোন গ্রুপে
গ্রুপ ‘এ’ : পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, গ্যালাতাসারায়
গ্রুপ ‘বি’ : বায়ার্ন মিউনিখ, টটেনহাম, অলিম্পিয়াকোস, রেডস্টার বেলগ্রেড
গ্রুপ ‘সি’ : ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেতস্ক, ডায়নামো জাগরেব, আটালান্টা
গ্রুপ ‘ডি’ : জুভেন্তাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লোকোমোটিভ মস্কো

গ্রুপ ‘ই’ : লিভারপুল, নাপোলি, সালজবুর্গ, গেঙ্ক
গ্রুপ ‘এফ’ : বার্সেলোনা, বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাহা
গ্রুপ ‘জি’ : জেনিট সেন্ট পিটার্সবার্গ, বেনফিকা, লিঁও, লাইপজিগ
গ্রুপ ‘এইচ’ : চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া, লিল।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোপের বর্ষসেরা ফরোয়ার্ড মেসি

ইউরোপের বর্ষসেরা ফরোয়ার্ড মেসি

জোহান ক্রুইফের স্মরণে স্টেডিয়াম বানালো বার্সেলোনা

জোহান ক্রুইফের স্মরণে স্টেডিয়াম বানালো বার্সেলোনা

রুনির ওপর এলো বাড়তি নিষেধাজ্ঞা

রুনির ওপর এলো বাড়তি নিষেধাজ্ঞা

চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেড ও ডাইনামো জাগ্রেব

চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেড ও ডাইনামো জাগ্রেব