মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ এএম, ০২ অক্টোবর ২০১৯
মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) উদ্যোগে দেশের ২৪টি শীর্ষস্থানীয় মিডিয়া হাউজের অংশগ্রহণে শুরু হয়েছে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯। স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) কৃত্রিম টার্ফে প্রথম দিনের খেলা শেষ হয়েছে।

উদ্বোধনী দিনে সর্বমোট ৮টি খেলা অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে প্রথম চারটি পরিচালনা করেছেন নারী রেফারি তাহমিনা, শাবনুর ও সুমাইয়া। উদ্বোধনী প্রথম ম্যাচে জাগো নিউজ২৪ ৬-০ গোলে নিউজ২৪’কে পরাজিত করেছে।

এছাড়া বাংলা ভিশন ১-০ গোলে দীপ্ত টিভিকে, ডেইলি স্টার একই ব্যবধানে ডিবিসিকে, মাছরাঙ্গা টেলিভিশন ৩-১ গোলে দৈনিক সংবাদকে বৈশাখী টেলিভিশন ৩-০ গোলে ইটিভিকে এবং সমকাল ৫-১ গোলে সময় টেলিভিশনকে পরাজিত করে।

এদিকে বিটিভি বনাম চ্যানেল ২৪ এবং বাংলাদেশ প্রতিদিন বনাম গাজী টিভির মধ্যকার ম্যাচ দু’টি ১-১ গোলে ড্র হয়েছে।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ফিফার হেড অব টেকনিক্যাল ডেভলপমেন্ট সার্ভিস য়ুর্গ নেপফার, ফিফার দক্ষিণ এশিয়া জোনের টেকনিক্যাল কনসালটেন্ট চোকি নিমা, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের মার্কেটিং এক্সিকিউটিভ সাফি আবেদীন ও বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইমার্জিং এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

ফিটনেস পরীক্ষায় ব্যর্থ আশরাফুল-নাসির-রাজ্জাকরা

ফিটনেস পরীক্ষায় ব্যর্থ আশরাফুল-নাসির-রাজ্জাকরা

ডি ভিলিয়ার্সের সাথে চুক্তি করে রেকর্ড গড়লো ব্রিসবেন

ডি ভিলিয়ার্সের সাথে চুক্তি করে রেকর্ড গড়লো ব্রিসবেন

ক্রীড়া ক্লাবগুলো ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনেই থাকা উচিত

ক্রীড়া ক্লাবগুলো ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনেই থাকা উচিত