বাংলাদেশের মেয়েদের হারিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৬ অক্টোবর ২০১৯
বাংলাদেশের মেয়েদের হারিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখলো ভারত

টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশীপের শিরোপা অক্ষুণ্ন রেখেছে ভারত। মঙ্গলবার ভুটানের রাজধানী থিম্পুর চংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশকে ৫-৩ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ময়দানী লড়াইয়ে শক্তিশালী ভারতের সঙ্গে সামান তালে লাড়াই করে গেছে লাল সবুজের মেয়েরা। এ সময় চ্যাম্পিয়নদের চেয়ে আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যের কারণে গোল করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশের কিশোরীরা।

আক্রমণে পিছিয়ে ছিল না ভারতও। তবে তাদের অধিকাংশই ছিল প্রতিআক্রমণ থেকে। কিন্তু বাংলাদেশের গোলরক্ষকের দৃঢ়তায় সফল হতে পারেনি তারাও। শেষ পর্যন্ত টাইব্রেকারে বর্তমান চ্যাম্পিয়নদের কাছে হার মানে বাংলাদেশ।

নির্ধারিত ৫টি শটের মধ্যে ভারতীয় নারীরা সবক’টি গোল আদায় করেত পারলেও শুরুর শটে গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে শিরোপা নিয়ে দেশে ফেরা হলো না বাংলাদেশের কিশোরীদের। কিন্তু তাদের অসাধারণ দক্ষতায় মুগ্ধ দেশের অগণিত ফুটবল অনুরাগী।

এদিকে ফিফা বিশ্বকাপ ২০২২ রাউন্ড দুই এর বাছাইপর্বে স্বাগতিক ভারতের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেয়ে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ‘ই’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার কলকাতার সল্ট লেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গণ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত বাংলাদেশ

শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত বাংলাদেশ

ইকুয়েডরের জালে আর্জেন্টিনার ছয় গোল

ইকুয়েডরের জালে আর্জেন্টিনার ছয় গোল

লাল কার্ড, ১০ জনের জার্মানির দুর্দান্ত জয়

লাল কার্ড, ১০ জনের জার্মানির দুর্দান্ত জয়

নিজেদের সামর্থ্য দেখিয়ে মূল পর্বে ইতালি

নিজেদের সামর্থ্য দেখিয়ে মূল পর্বে ইতালি