ফর্মে থাকা লিভারপুলের দুর্দান্ত শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ এএম, ০৩ জানুয়ারি ২০২০
ফর্মে থাকা লিভারপুলের দুর্দান্ত শুরু

মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল নতুন বছরের শুরুটাও করলো দারুণ ছন্দে। শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগে ৩৬৫ দিন অপরাজিত থাকার কীর্তি গড়লো ইয়ুর্গেন ক্লপের দল।

বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। মোহাম্মদ সালাহর গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। লিগে সবশেষ লিভারপুল হেরেছিল গত বছর ঠিক আজেকের দিনে, ৩ জানুয়ারি। ম্যানচেস্টার সিটির মাঠে ২-১ গোলে হেরেছিল।

তিন দশকের খরা কাটিয়ে লিগ শিরোপা জয়ের স্বপ্নে এগিয়ে চলা লিভারপুল ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায়। ভার্জিল ফন ডাইকের নিখুঁত ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক থেকে ডি-বক্সে বল বাড়ান অ্যান্ডি রবার্টসন। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে পরাস্ত করে প্রথম ছোঁয়ায় ঠিকানা খুঁজে নেন সালাহ। আসরে এটি তার দশম গোল।
sportsmail24
৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানে। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে সালাহর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে শট নেন সেনেগালের এ ফরোয়ার্ড। গোলরক্ষক ঠেকানোর পর আলগা বল অনায়াসে জালে ঠেলে দেন তিনি। আসরে এটি তার একাদশ গোল।

২০ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট লিভারপুলের। ১৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ বেশি খেলা লেস্টার সিটি। তিনে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৪। ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩১।


শেয়ার করুন :


আরও পড়ুন

পগবার অস্ত্রোপচার বাধ্যতামূলক

পগবার অস্ত্রোপচার বাধ্যতামূলক

২০২০ সালে মেসির সামনে যেসব চ্যালেঞ্জ

২০২০ সালে মেসির সামনে যেসব চ্যালেঞ্জ

ভালভার্দেই আস্থা ৮০ শতাংশ সদস্যের

ভালভার্দেই আস্থা ৮০ শতাংশ সদস্যের

নতুন বছরে দল বদলে উন্মুক্ত যেসব ফুটবলার

নতুন বছরে দল বদলে উন্মুক্ত যেসব ফুটবলার