রোনালদোর রেকর্ড গোলেও জুভেন্টাসের পরাজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০
রোনালদোর রেকর্ড গোলেও জুভেন্টাসের পরাজয়

প্রথম মৌসুমে ছন্দে না থাকলেও জুভেন্টাসে যোগ দেওয়ার দ্বিতীয় মৌসুমে সেরা ছন্দে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতি ম্যাচেই গোল করে রেকর্ড গড়ছেন।

শনিবার রাতেও রোনালদোর পা থেকে এসেছে রেকর্ড গোল। তবে জয়ের দেখো পায়নি তার দল জুভেন্টাস। তুলনামূলক দুর্বল ভেরোনার মাঠে খেলতে গিয়ে জয়ের বিপরীতে ১-২ গোলে হেরে গেছে তারা। দলের পক্ষে একমাত্র গোলটি করেছিলেন রোনালদো।

ভেরোনার বিপক্ষে করা গোলটি সিরি আ’তে রোনালদোর টানা দশম ম্যাচে গোল। যা জুভেন্টাসের ইতিহাসে রেকর্ড। এর আগে আর কোনো খেলোয়াড় জুভেন্টাসের হয়ে টানা ১০ ম্যাচে গোল করতে পারেননি। তবে লিগের ইতিহাসের রেকর্ড থেকে আর এক ম্যাচ দূরে রয়েছেন তিনি।

১৯৯৪-৯৫ মৌসুমে ফ্লোরেন্সের হয়ে আর্জেন্টাইন গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং গত মৌসুমে সাম্পদোরিয়ার হয়ে ফাবিও কাগলিয়ারেলা টানা ১১ ম্যাচে গোল করেছিলেন। পরের ম্যাচে গোল পেলেই এ রেকর্ডে উঠে যাবে রোনালদোর নাম। তবে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে রোনালদোর।
sportsmail24
শনিবার রাতে ভেরোনার বিপক্ষে গোল পায়নি জুভেন্টাসের আর কেউ। প্রথমার্ধ গোলশূন্য থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের সময় গোল করেন রোনালদো। তবে ঘরের মাঠে দারুণ খেলতে থাকা ভেরোনা গোল খেয়েও দমে যায়নি।

গোল খেলেও ১১ মিনিট পর দলকে সমতায় ফেরান ফাবিও বোরিনি। আর এর দশ মিনিট পর ডি-বক্সের মধ্যে লিওনার্দো বনুচ্চি হ্যান্ডবল করলে পেনাল্টি পায় ভেরোনা। স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন গিয়ামপাওলো পাজ্জিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

সবার আগে টোকিও অলিম্পিকে আর্জেন্টিনা

সবার আগে টোকিও অলিম্পিকে আর্জেন্টিনা

ইংলিশ প্রিমিয়ার লিগের আনন্দ কেড়ে নিচ্ছে ‘ভিএআর’

ইংলিশ প্রিমিয়ার লিগের আনন্দ কেড়ে নিচ্ছে ‘ভিএআর’

দারুণ লড়াইয়ে সাম্পদোরিয়াকে ৪-২ গোলে হারালো নাপোলি

দারুণ লড়াইয়ে সাম্পদোরিয়াকে ৪-২ গোলে হারালো নাপোলি

আনসু ফাতির আরেকটি রেকর্ড

আনসু ফাতির আরেকটি রেকর্ড