দারুণ লড়াইয়ে সাম্পদোরিয়াকে ৪-২ গোলে হারালো নাপোলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০
দারুণ লড়াইয়ে সাম্পদোরিয়াকে ৪-২ গোলে হারালো নাপোলি

সিরি-এ লিগ ক্যারিয়ারে দিয়েগো ডেমে ও এলিফ এলমাসের প্রথম গোলে সাম্পদোরিয়াকে ৪-২ ব্যবধানে পরাজিত করেছে নাপোলি। গত সপ্তাহে চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারিয়ে দারুণ ছন্দে থাকা নাপোলি আরও একবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিল।

এবারের মৌসুমে এ নিয়ে মাত্র দুইবার পরপর দুই লিগ ম্যাচে জয় তুলে নিল জেনারো গাত্তুসোর দল। এ জয়ে ২২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে নাপোলির অবস্থান এখন ১০ম।

ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জনের থেকে আর মাত্র দুই পয়েন্ট দূরে রয়েছে গাত্তুসোর দল। যদিও চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে। গত মাসে বর্তমান চ্যাম্পিয়ন লাৎসিওর কাছে ১-০ গোলে পরাজিত হয়ে ইতালিয়ান কাপ থেকে বিদায় করে দিয়েছে নাপোলি। চতুর্থ স্থানে থাকা আটালান্টা ও রোমার থেকে এখনো তারা ৯ পয়েন্ট পিছিয়ে আছে।

সোমবার দুই গোলে পিছিয়ে থেকেও দারুণ লড়াইয়ে ৭৩ মিনিটে ২-২ গোলে সমতায় ফিরেছিল স্বাগতিক সাম্পদোরিয়া। ম্যাচ শেষে নাপোলি অধিনায়ক লোরেঞ্জো ইনসিগনে বলেছেন, ‘আমরা দারুণভাবে ফিরে এসেছি। কোচের সাথে একত্রিত হয়ে আমরা কঠোর পরিশ্রম করছি, এ জয় সম্মিলিত প্রচেষ্টার ফল। চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে আমাদের ম্যাচ-বাই-ম্যাচ চিন্তা করতে হবে। ইতোমধ্যেই লিগে আমাদের বেশ ক্ষতি হয়ে গেছে। তবে এর থেকে বেরিয়ে আসার পথও রয়েছে। এখনো মৌসুমে নিজেদের ফিরে পাবার সম্ভাবনা রয়েছে।’

ম্যাচের ৩ মিনিটে পোলিশ জাতীয় দলের সতীর্থ পিওতর জিয়েলিনিস্কির ক্রসে আরকাডিয়াস মিলিকের গোলে এগিয়ে গিয়েছিল নাপোলি। ১৬ মিনিটে উত্তর মেসিডোনিয়ার এলমাসের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ইতালির শীর্ষ লিগে এটাই এলমাসের প্রথম গোল। তবে ২৬ মিনিটে ফ্যাবিও কুয়ালিয়ারেলার শক্তিশালী ভলিতে সাম্পাদোরিয়া ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়।

ঘণ্টাখানেক পর গ্যাস্টন রামিরেজের অসাধারণ ওভারহেড কিকে সমতায় ফিরেছিল স্বাগতিক সাম্পদোরিয়া। কিন্তু ভিএরআর প্রযুক্তির সহায়তায় দেখা গেছে বলটি জালে জড়ানোর আগে মানোলো গ্যাব্বিয়াডিনির হাতে লেগেছে। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে সাম্পাদোরিয়াকে সমতায় ফেরান গ্যাব্বিয়াডিনি। ম্যাচ শেষের ৭ মিনিট আগে আরবি লিপজিগ থেকে গত মাসে দলে আসা ডেমে গোল করে আবারো নাপোলিকে এগিয়ে দেন। ইনজুরি টাইমে ড্রিয়েস মার্টিনস জয়ের ব্যবধান বাড়ান।


শেয়ার করুন :


আরও পড়ুন

সবাইকে ছাপিয়ে আনসু ফাতির জোড়া গোল, বার্সেলোনার দুর্দান্ত জয়

সবাইকে ছাপিয়ে আনসু ফাতির জোড়া গোল, বার্সেলোনার দুর্দান্ত জয়

অ্যাথলেটিকোকে হারিয়ে বার্সেলোনাকেও শাসালো রিয়াল

অ্যাথলেটিকোকে হারিয়ে বার্সেলোনাকেও শাসালো রিয়াল

দশজনের মোঁপেলিয়ের জালে পিএসজির গোল বন্যা

দশজনের মোঁপেলিয়ের জালে পিএসজির গোল বন্যা

সালাহর জোড়া গোলে সাউদাম্পটনকে উড়িয়ে দিল লিভারপুর

সালাহর জোড়া গোলে সাউদাম্পটনকে উড়িয়ে দিল লিভারপুর