উয়েফা ন্যাশনস লিগের একই গ্রুপে পর্তুগাল-ফ্রান্স-ক্রোয়েশিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৪ মার্চ ২০২০
উয়েফা ন্যাশনস লিগের একই গ্রুপে পর্তুগাল-ফ্রান্স-ক্রোয়েশিয়া

উয়েফা ন্যাশনস লিগের ২০২০-২০২১ আসরের ড্র অনুষ্ঠিত হয়ে গেল আজ। এবারের আসরের সবচেয়ে কঠিনতম গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। রোনালদোর পর্তুগালের গ্রুপে রয়েছে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স ও ২০১৮ বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া। আর |অন্য এক দল সুইডেন।

লিগ ‘এ’

গ্রুপ-১: ইতালি ও নেদারল্যান্ডস, পোল্যান্ড এবং বসনিয়া-হার্জেগোভিনা।
গ্রুপ-২: ইংল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক এবং আইসল্যান্ড।
গ্রুপ-৩: পর্তুগাল, ফ্রান্স, ক্রোয়েশিয়া, সুইডেন।
গ্রুপ-৪: জার্মানি, স্পেন, ইউক্রেন ও সুইজারল্যান্ড।

লিগ ‘বি’

গ্রুপ-১: অস্ট্রিয়া, নরওয়ে, উত্তর আয়ারল্যান্ড এবং রোমানিয়া।
গ্রুপ-২: চেক রিপাবলিক, স্কটল্যান্ড, স্লোভাকিয়া ও ইসরায়েল।
গ্রুপ-৩: রাশিয়া, সার্বিয়া, তুরস্ক এবং হাঙ্গেরি।
গ্রুপ-৪: আয়ারল্যান্ড, বুলগেরিয়া, ওয়েলস এবং আয়ারল্যান্ড।

লিগ ‘সি’

গ্রুপ-১: মন্টিনিগ্রো, সাইপ্রাস, লুক্সেমবার্গ এবং আজারবাইজান।
গ্রুপ-২: জর্জিয়া, উত্তর মেসিডোনিয়া, এস্তোনিয়া এবং আর্মেনিয়া
গ্রুপ-৩: গ্রিস, কসোভো, স্লোভেনিয়া এবং মালদোভা।
গ্রুপ-৪: আলবেনিয়া, বেলারুশ, লিথুয়ানিয়া এবং কাজাখস্তান।

লিগ ডি তে আছে সাতটি দল যারা দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ-১ এ খেলবে অ্যান্ডোরা, লাটভিয়া, ফারো আইল্যান্ড ও মাল্টা আর গ্রুপ-২ এ খেলবে সান মারিনো, লিখটেনস্টাইন ও জিব্রাল্টার। লিগ ‘এ’ এর শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।

৩ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের আসরের আর পর্দা নামবে ৬ জুন।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের শঙ্কা

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের শঙ্কা

লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি

লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

আরামবাগের বিপক্ষে শেখ জামালের গোল উৎসব

আরামবাগের বিপক্ষে শেখ জামালের গোল উৎসব