সানডের গোল উৎসবে জয়ে ফিরলো ঢাকা আবাহনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ পিএম, ১৫ মার্চ ২০২০
সানডের গোল উৎসবে জয়ে ফিরলো ঢাকা আবাহনী

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা আবাহনীর কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে মুক্তিযোদ্ধা। ঢাকা আবাহনীর হয়ে চারটি গোলই করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।

এএফসি কাপের বাছাইপর্ব থেকে ঢাকা আবাহনী বিদায় নিলে প্রশ্ন উঠে সানডে চিজোবাকে নিয়ে। সানডেকে নিয়ে প্রশ্ন তুলেন স্বয়ং কোচ মারিও লামোস। সানডে চিজোবাকে বড্ড বেমানান মনে হচ্ছিল ঢাকা আবাহনীর শিবিরে। আজ (১৫মার্চ) সেই সানডে চিজোবার হাত ধরেই গোল উৎসবে মেতে উঠেছিল ছয় বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই দাপটের সাথে খেলতে থাকে ঢাকার জায়ান্টরা। তাই তো গোল পেতেও দেরি হয়নি ঢাকার জায়ান্টদের। ম্যাচের ১৮তম মিনিটে রায়হানের লম্বা থ্রো তে হেড করে দলকে লিড এনে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। বিরতির আগে ৩০তম মিনিটে আরও এক গোল করে লিড দ্বিগুণ করেন সানডে।

বিরতি থেকে ফিরে আরও ধারালো সানডে চিজোবা। গোল করার জন্য মরিয়া হয়ে উঠছিলেন। ম্যাচের ৪৯ মিনিটে রায়হানের লম্বা থ্রো তে হেড করে দলের লিড ৩-০ ও নিজের হ্যাটট্রিক পূরণ করেন। এটিই এবারের মৌসুমের প্রথম হ্যাটট্রিক।

৩-০ গোলে পিছিয়ে পরে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে মুক্তিযোদ্ধা। ৬৩তম মিনিটে আলবার্টের একমাত্র গোলে ব্যবধান ৩-১ করেন মুক্তিযোদ্ধা। তবে শেষ মূহুর্তে ৮৬তম মিনিটে দলের ও নিজের চার নম্বর গোল করেন সানডে চিজোবা। আর তাতেই ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকার জায়ান্টরা।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

কিংসদের হারিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী

কিংসদের হারিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী

কোয়ারেন্টাইনে থেকেও অনুশীলনে তারা

কোয়ারেন্টাইনে থেকেও অনুশীলনে তারা

করোনায় আক্রান্ত সাম্পদোরিয়ার সাত ফুটবলার

করোনায় আক্রান্ত সাম্পদোরিয়ার সাত ফুটবলার

করোনার চিকিৎসায় নিজের হোটেলগুলো হাসপাতাল বানাচ্ছেন রোনালদো

করোনার চিকিৎসায় নিজের হোটেলগুলো হাসপাতাল বানাচ্ছেন রোনালদো