‘নেইমার প্রতারক, নাটক করে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৭ এএম, ০৭ এপ্রিল ২০২০
‘নেইমার প্রতারক, নাটক করে’

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে সবধরণের খেলাধুলা বন্ধ থাকলেও আলোচনা চলছে ফুটবলে দলবদলের নানা গুঞ্জন নিয়ে৷ গুঞ্জন শোনা যাচ্ছে এবারের ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে নিজের সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এমন গুঞ্জন শোনার পর স্পেনের বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দে বক্স নেইমারকে প্রতারক হিসেবে আখ্যা দিয়েছেন, সেই সাথে তাকে বার্সেলনায় না ফেরানোর আহ্বানও জানান।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। পিএসজির হয়ে এখন পর্যন্ত ৮০ ম্যাচ খেলে ৬৯ গোল করেছেন। গুঞ্জন শোনা যাচ্ছিলো নেইমার বার্সেলোনায় ফিরবেন তবে সেটি এবার প্রবল আকার ধারণ করেছে।

এমতাবস্থায় স্পেনের কিংবদন্তি কোচ দেল বস্ক জানালেন, ‘ওকে (নেইমার) বোঝা কঠিন। আমার মতে, এটা ভাল উদাহরণ নয়। তবে রেকর্ড-পরিসংখ্যানের বিচারে সে গ্রেট ফুটবলার। আমাকে জিজ্ঞেস করলে, সেরা পাঁচের তালিকায় নিশ্চিতভাবেই থাকবে নেইমার। কিন্তু মাঠে সে প্রতারণার চেষ্টা করে, অনেক নাটক করে। এর বাইরেও যেভাবে বার্সেলোনা ছেড়ে গেল...।’

তিনি আরও বলেন, ‘কাকে দলে নেয়া হবে, কাকে নেয়া হবে না- এসব ক্লাবেরই ঠিক করা উচিৎ। খেলোয়াড়রা কী বলছে তাতে এতো মনোযোগ দেয়ার কিছু নেই। এসবের জন্য স্পোর্টস ডিরেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর আছেন। একজন সতীর্থের ব্যাপারে অন্য ফুটবলাররা কখনওই খারাপ বলতে পারে না। এটা মাথায় রাখতে হবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনাকে পাত্তা না দিয়ে অনুশীলনে বায়ার্ন মিউনিখ

করোনাকে পাত্তা না দিয়ে অনুশীলনে বায়ার্ন মিউনিখ

মেসিদের সিদ্ধান্তে খুশি পুয়োল-জাভিরা

মেসিদের সিদ্ধান্তে খুশি পুয়োল-জাভিরা

করোনাভাইরাসকে পাত্তা না দিয়ে ফুটবল মৌসুম শুরু তাজিকিস্তানের

করোনাভাইরাসকে পাত্তা না দিয়ে ফুটবল মৌসুম শুরু তাজিকিস্তানের

চ্যাম্পিয়নস লিগ শেষ করার সময় বেধে দিল উয়েফা

চ্যাম্পিয়নস লিগ শেষ করার সময় বেধে দিল উয়েফা