করোনায় আক্রান্ত বুন্দেসলিগার ১০ ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৫ মে ২০২০
করোনায় আক্রান্ত বুন্দেসলিগার ১০ ফুটবলার

ফাইল ছবি

করোনাভাইরাসের প্রকোপ থেকে বেরিয়ে জার্মানির পেশাদার ফুটবল লিগ বুন্দেসলিগা শুরু হওয়ার কথা ছিল মে মাসের শুরুতে। কিন্তু তা শুরু হওয়ার আগেই এলো দুঃসংবাদ। ফুটবল লিগ শুরুর আগেই করোনায় পজেটিভ মিললো বুন্দেসলিগার প্রথম ও দ্বিতীয় বিভাগের ১০ ফুটবলারের শরীরে ।

বুন্দেসলিগার পরিচালকেরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৬টি ক্লাবের ১,৭২৪ জনকে পরীক্ষা করেছেন তারা। যার মধ্যে ১০ জন এই রোগে আক্রান্ত। তবে এই ১,৭২৪ জনের মধ্যে বুন্দেসলিগার প্রথম ও দ্বিতীয় বিভাগের ফুটবলার ও প্রশিক্ষকদের পরীক্ষা করে যে দশ জনের শরীরে ভাইরাস পাওয়া গিয়েছে, তাদের নাম প্রকাশ করা হয়নি।

বুন্দেসলিগা কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য বিভাগের কাছে করোনা-আক্রান্তদের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। আর সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাদের চিকিৎসা করা হবে।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‍যে দশ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। সংশ্লিষ্ট ফুটবলার ও কোচদের আলাদা করে রাখার (আইসোলেশনে) পাশাপাশি স্থানীয় স্বাস্থ্য বিভাগকেও জানানো হয়েছে এদের ব্যাপারে।

বেশ কিছুদিন ধরেই মাঠে খেলা ফেরাতে আপ্র্রাণ চেষ্টা করছে জার্মান লিগ কর্তৃপক্ষ। আর তখনই করোনায় ১০ খেলোয়াড় আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়। এমন খবরে পুনরায় খেলা মাঠে গড়ানোর পরিকল্পনায় ধাক্কা হয়ে আসলেও আশাহীন হচ্ছে না লিগ কর্তৃপক্ষ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় আক্রান্ত জার্মান লিগের তিন ফুটবলার

করোনায় আক্রান্ত জার্মান লিগের তিন ফুটবলার

সিরি’আ শুরুর পথে বাঁধা ইতালিয়ান সরকার

সিরি’আ শুরুর পথে বাঁধা ইতালিয়ান সরকার

ফিফার নিষেধাজ্ঞায় সাইফ স্পোর্টিং ক্লাব

ফিফার নিষেধাজ্ঞায় সাইফ স্পোর্টিং ক্লাব

মাঠে ফুটবল ফেরাতে ব্রাজিলে তোড়জোড়

মাঠে ফুটবল ফেরাতে ব্রাজিলে তোড়জোড়