হ্যাটট্রিক উদযাপনে কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০২ জুন ২০২০
হ্যাটট্রিক উদযাপনে কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবি

ইংল্যান্ডের উইঙ্গার জর্ডান সানচোর হ্যাটট্রিকে বুন্দেসলিগায় রোববার (৩১ মে) তলানির ক্লাব প্যাডারবর্নকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। এই জয়ের ফলে তারা শীর্ষ দল বায়ার্নের সঙ্গে পয়েন্টর ব্যবধান কমিয়ে সাত পয়েন্টে নামিয়ে এনেছে। ম্যাচ শেষে ‘যুক্তরাস্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার’ ন্যায্য বিচার দাবি করেন সানচো।

এই হ্যাটট্রিকের সুবাদে বুন্দেসলিগায় চলতি মৌসুমে নিজে ১৭ গোল করার পাশাপাশি ১৭ গোলে এসিস্টের কৃতিত্ব প্রদর্শন করলেন ইংলিশ তারকা । খেলা শেষে মার্কিন মুল্লুকে অজ্ঞাত কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবির আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলেন সানচো।

পরে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে তিনি লিখেছেন,‘ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করতে পেরে রোমাঞ্চ অনুভব করছি। তবে একই সঙ্গে ব্যক্তিগতভাবে অস্বস্তি বোধ করছি। কারণ এর চেয়ে বেশি গুরুত্বপুর্ণ হচ্ছে আমাদের সবাইকে বিশ্বব্যাপী বর্ণবাদী পরিস্থিতির পরিবর্তনে সম্পৃক্ত হতে হবে।’

প্যাডারবর্নে অনুষ্ঠিত ম্যাচে ডর্টমুন্ডের হয়ে আরেক গোলদাতা মরোক্কোর আন্তর্জাতিক ফুটবলার আশরাফ হাকিমি নিজের জার্সি উচিয়ে ধরে সানচোর প্রতি নিজের সমর্থন জ্ঞাপন করেন।

এর আগে রোববার (৩১ মে) অনুষ্ঠিত আরেক ম্যাচে বরুশিয়া মনচেনগ্লাবাখ এর ফরাসি স্ট্রাইকার মার্কাস থুরাম হাঁটু গেড়ে ফ্লয়েড হত্যার প্রতিবাদ জানান। শনিবার (৩০ মে) শালকের মার্কিন মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনিও ‘ জর্জের জন্য ন্যায় বিচার চাই’ লেখা একটি বাহু বন্ধনী ব্যবহার করেন।

sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সানচোর হ্যাটট্রিকে ডর্টমুন্ডের গোল উৎসব

সানচোর হ্যাটট্রিকে ডর্টমুন্ডের গোল উৎসব

দুই মাস পর মাঠে হাঙ্গেরীয় ফুটবল ভক্তরা

দুই মাস পর মাঠে হাঙ্গেরীয় ফুটবল ভক্তরা

মাঠে ফিরতে মুখিয়ে মার্সেলো

মাঠে ফিরতে মুখিয়ে মার্সেলো

মৌসুমের শেষ পর্যন্ত বেতন কর্তনে রাজি বায়ার্নের খেলোয়াড়েরা

মৌসুমের শেষ পর্যন্ত বেতন কর্তনে রাজি বায়ার্নের খেলোয়াড়েরা