চাইনিজ তাইপেকে হারিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৮
চাইনিজ তাইপেকে হারিয়ে দিল বাংলাদেশ

বাংলাদেশ আরও একটি জয় পেল যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাই প্রতিযোগিতায়। শুক্রবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত নিজেদের চতুর্থ গ্রুপ ম্যাচে চাইনিজ তাইপেকে ১২-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো সবুজ-মহসিনরা।

টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ ও কম্বোডিয়াকে ২০-০ গোলে হারানোর পর ৭-৪ গোলে হেরেছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। শুক্রবার সকালে মালয়েশিয়ার কাছে পাকিস্তান ১২-১ গোলে হারায় সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে বাংলাদেশের। বিকেলে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ ড্র করলেই পাকিস্তানকে টপকে ফাইভ-এ সাইড এ প্রতিযোগিতার শেষ চারে উঠবে লাল-সবুজ জার্সিধারীরা।

 

৪ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে ‌বি' গ্রুপের শীর্ষে মালয়েশিয়া। পাকিস্তান ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে। ১১ দলের এই বাছাই পর্ব থেকে সেরা দুই দল পাবে অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসের টিকিট। ২০১৪ সালে বাংলাদেশ বাছাই পর্বের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল। বাংলাদেশ ও পাকিস্তান খেলেছিলে নানজিন যুব অলিম্পিকে। গত আসরের দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও পাকিস্তান এবার নামেছে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে।


শেয়ার করুন :


আরও পড়ুন

শিশিরের জিম পার্টনার কে?

শিশিরের জিম পার্টনার কে?

ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ-কিরগিজস্তান

ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ-কিরগিজস্তান

মালদ্বীপকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

হকির ফাইনালে আবাহনী-মেরিনার্স

হকির ফাইনালে আবাহনী-মেরিনার্স