আগ্রহ বাড়াতে অস্ট্রেলিয়ার সড়কে কোহলির নাম!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৪ জুন ২০২০
আগ্রহ বাড়াতে অস্ট্রেলিয়ার সড়কে কোহলির নাম!

অস্ট্রেলিয়ার মেলবোর্নে রকব্যাক অঞ্চলের মেলটন সিটি কাউন্সিলের বেশ কয়েকটি সড়ক বিশ্বের তারকা ক্রিকেটারদের নামে নামকরণ করা হয়েছে। রিচার্ড হ্যাডলি, শচীন টেন্ডুলকার, গ্যারি সোবার্স, স্টিভ-মার্ক ওয়াহ, ইমরান খান, জাভেদ মিঁয়াদাদ, ওয়াসিম আকরামদের নামে সড়কের নাম রাখা হয়েছে। ফলে কদর বেড়েছে সেখানকার আবাসিক অঞ্চলের।

ভরুণ শর্মা নামের এক প্রপার্টি ডেভলপার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে জানান, ‘ক্রিকেটারদের নামে সড়কের নামকরণ করার পর খোঁজ-খবর দ্বিগুণ বেড়েছে। সকলেই সেখানে আসছেন এবং আগ্রহ দেখাচ্ছেন। প্রচুর মানুষ খোঁজ-খবর নিচ্ছেন নির্মাণধীন ওই আবাসিক অঞ্চলের।’

চলতি বছেরর ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফর করার সূচি রয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের।তখন কোহলিরও নামেও আরও একটি সড়কের নামকরণ হবে বলে জানিয়েছেন শর্মা।

তিনি বলেন, ‘ক্রিকেটারদের নামে নামকরণের পর খোঁজ-খবর নেওয়া দ্বিগুণ বেড়েছে। ডিসেম্বরে কোহলির নামেও কোন সড়কের নামকরণ হতে পারে।’

এ বিষয়ে মেলটনের মেয়র জানিয়েছেন, ‘মনে হচ্ছে আশেপাশের সবাই ক্রিকেট ভালোবাসে। এখানকার বেশ কিছু সড়ক ক্রিকেটারদের নামে হওয়ায় সকলেই ইতিবাচক সাড়া দিচ্ছেন।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সহকারী হলেও এবার মূল কোচ হচ্ছে কলিংউড

বাংলাদেশের বিপক্ষে সহকারী হলেও এবার মূল কোচ হচ্ছে কলিংউড

স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে অস্ট্রেলিয়া

স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টির কারণে টেস্ট ক্রিকেট এখন উপভোগ্য

টি-টোয়েন্টির কারণে টেস্ট ক্রিকেট এখন উপভোগ্য

দেউলিয়া ভারতীয় প্রতিষ্ঠান নিম্বাস, বিসিবির ক্ষতি ২২ মিলিয়ন ডলার

দেউলিয়া ভারতীয় প্রতিষ্ঠান নিম্বাস, বিসিবির ক্ষতি ২২ মিলিয়ন ডলার