বর্ণবাদকে না বলুন : মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৪ এএম, ১৫ জুন ২০২০
বর্ণবাদকে না বলুন : মুশফিক

কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে আফ্রিকান-আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ। এই নির্মম হত্যার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে ফেটে পড়ে পুরো যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব।

ক্ষণিকেই বর্ণবাদ বিরোধী আন্দোলন ক্রমেই ছড়িয়ে পড়েছে এক দেশ থেকে অন্য দেশে। প্রতিবাদ জানাতে ভুল করেননি ক্রীড়াঙ্গনের মানুষেরা। যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী আন্দোলনে এবার শামিল হলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মত জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মুশফিক প্ল্যাকার্ড হাতে বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থান পরিস্কার করে ঘৃণা প্রকাশ করেছেন।

‘আমি বর্ণবাদকে ঘৃণা করি, বর্ণবাদকে না বলুন’ লেখা প্ল্যাকার্ডে মুশফিকের এই প্রতিবাদ সামাজিক মাধ্যমে বিশেষ দৃষ্টি কেড়েছে, কুড়িয়েছেন বেশ প্রশংসাও।

অবশ্য বর্ণবাদ ক্রিকেটে নতুন কিছু নয়। ক’দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ড্যারেন স্যামি অভিযোগ করেছেন, আইপিএলে তাকে বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছিল। এর আগেও বিশ্বের নানা প্রান্তে ক্রিকেটার, ফুটবলারসহ অন্যান্য অনেক ক্রীড়া তারকা বর্ণবাদের শিকার হয়েছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তিরস্কার নয়, ভালোবেসে স্যামিকে কালু ডাকা হতো

তিরস্কার নয়, ভালোবেসে স্যামিকে কালু ডাকা হতো

শত্রুতা ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর

শত্রুতা ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর

ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইসিসির সতর্কতা

ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইসিসির সতর্কতা

আগ্রহ বাড়াতে অস্ট্রেলিয়ার সড়কে কোহলির নাম!

আগ্রহ বাড়াতে অস্ট্রেলিয়ার সড়কে কোহলির নাম!