বেশিরভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সাথে জড়িত : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ এএম, ০৪ আগস্ট ২০২০
বেশিরভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সাথে জড়িত : মাশরাফি

সদ্যই করোনামুক্ত হয়ে আবারও জনগণের জন্য ছুটে চলছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রশ্নোত্তরে মাশরাফি জানান, বেশিরভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সাথে জড়িত।

রবিবার (২ আগস্ট) নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে একহাত’ অনুষ্ঠানে জনতার মুখোমুখি তিনি। যেখানে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার জন্য সমাজের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন মাশরাফি।

মাশরাফি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার দায়িত্ব আপনার, আমার সবার। সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আসুন আমরা দু’হাত বাড়িয়ে তাঁর উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘দেশের বেশিরভাগ শিক্ষিত মানুষই দূর্নীতির সঙ্গে যুক্ত। যারা দেশের উন্নয়নে সমাজের তৃণমূল পর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে তারাই প্রকৃত নায়ক। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া আমাদের সকলের দায়িত্ব।’

অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর আরম বিশ্বাস, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগ সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক আয়োজন করতে চায় কাতার

অলিম্পিক আয়োজন করতে চায় কাতার

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

লাস্যময়ী ক্রিকেট তারকা পেরির বিবাহ বিচ্ছেদ

লাস্যময়ী ক্রিকেট তারকা পেরির বিবাহ বিচ্ছেদ

বক্সিং রিংয়ে ফিরছেন টাইসন

বক্সিং রিংয়ে ফিরছেন টাইসন