নমুনা দেওয়া আরচারদের সবাই করোনা নেগেটিভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৯ আগস্ট ২০২০
নমুনা দেওয়া আরচারদের সবাই করোনা নেগেটিভ

ফাইল ছবি

করোনা পরবর্তী সময়ের অনুশীলন ক্যাম্পকে সামনে রেখে করোনা পরীক্ষা করানো হয়েছে অনুশীলনে যোগ দিতে যাওয়া আরচার ও স্টাফদের। যেখানে করোনা পরীক্ষা করানো জাতীয় দলের আটজন আর‌চারের রিপোর্ট নেগেটিভ এসেছে।

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারন সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বাসসকে বলেন, সোমবার (১৭ আগস্ট) পরীক্ষার জন্য দেওয়া আটজন আরচারের রিপোর্ট আজ (মঙ্গলবার) পাওয়া গেছে এবং এদের সবার রিপোর্ট এসেছে নেগেটিভ।’

এছাড়া অনুশীলন ক্যাম্পে যোগ দিতে যাওয়া ২ জন প্রশিক্ষক, ১ জন প্রশিক্ষণ সহকারী এবং আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্রের ৬ জনের মধ্যে ৪ জন স্টাফের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টও পাওয়া গেছে। সবার রিপোর্টই নেগেটিভ এসেছে। দ্বিতীয় পর্বে ৪ জন রিকার্ভ মহিলা আরচার ২৩ আগস্ট নমুনা জমা দিবে। ৩০ আগস্ট নমুনা দিবে কম্পাউন্ড ডিভিশনের ৪ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৬ জন আরচ্যার।

এ দিকে বুধবার (১৯ আগস্ট) থেকে টঙ্গিস্থ আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় আরচ্যারি দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। প্রতিদিন সকালে ও বিকেলে চলবে দুই সেশনের অনুশীলন।

ক্যাম্পের জন্য ডাক পাওয়ার আরচাররা হলেন, রোমান সানা, রাম কৃষ্ণ সাহা, ইমদাদুল হক মিলন, সাকিব মোল্লা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, আব্দুর রহমান, প্রদিপ্ত চাকমা, মোসাম্মাৎ ইতি খাতুন, বিউটি রায়, মনি রানি সরকার, দিয়া সিদ্দিকী, অসিম কুমার দাস, মোহাম্মদ আশিকুজ্জামান, সিয়াম সিদ্দিক, আসিফ মাহমুদ, বন্যা আক্তার ও সুমা বিশ্বাস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু বিশ্বের অধিকারবঞ্চিত মানুষের অনুপ্রেরণার উৎস : ক্রীড়া প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু বিশ্বের অধিকারবঞ্চিত মানুষের অনুপ্রেরণার উৎস : ক্রীড়া প্রতিমন্ত্রী

বয়স্ক নারীর সাথে হাসিমাখা ছবিটিই কাল হচ্ছিলো হাফিজের

বয়স্ক নারীর সাথে হাসিমাখা ছবিটিই কাল হচ্ছিলো হাফিজের

মুশফিকের উদাহরণ টেনে ইউনিসেফের ‘চ্যালেঞ্জ’

মুশফিকের উদাহরণ টেনে ইউনিসেফের ‘চ্যালেঞ্জ’

অস্ট্রিয়ার ভিয়েনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত

অস্ট্রিয়ার ভিয়েনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত