প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে অসহায়-দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিসিবিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসার পাঁচ সন্তানের মধ্যে জ্যৈষ্ঠ সন্তান শেখ হাসিনা। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘ আয়ু ও সু-স্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করে বিসিবি। এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে এবং ঢাকা শহরের বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করেছে বিসিবি।
বিসিবি সভাপতি ছাড়াও পরিচালনা পর্ষদ, খেলোয়াড় ও বিসিবির বিভিন্ন অংশীজন এ সময় উপস্থিত ছিলেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]