ধর্ষণের প্রতিবাদে এবার টাইগারদের ঐক্যবদ্ধ ভিডিও বার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১০ এএম, ১০ অক্টোবর ২০২০
ধর্ষণের প্রতিবাদে এবার টাইগারদের ঐক্যবদ্ধ ভিডিও বার্তা

বাংলাদেশে সম্প্রতি ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ধর্ষণ, যৌন হয়রানি, নারী নির্যাতন ও সহিংসতার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে সারাদেশ। ধর্ষক ও নারী নির্যাতনকারীদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছেন সকলে। এবার এ প্রতিবাদে শামিল হলেন দেশের ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়ক মমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ, সাবেক নেতা-উইকেরক্ষক মুশফিকুর রহিম ও ওপেনার সৌম্য সরকার এক ভিডিও বার্তায় এ প্রতিবাদ জানিয়েছেন।

নারীদের প্রতি সম্মানের অনুরোধ করে ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মমিনুল বলেন, ‘চলুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।’

নারীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তামিম বলেন, ‘নিজ নিজ পরিবারের নারীর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’

মাহমুদউল্লাহ বলেন, ‘এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এ অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং মুখোশ খুলে দেই।’

টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার বলেন, ‘নারীকে সম্মান করুন এবং সত্যিকারের মানুষ হোন।’

ধর্ষক ও নারী নির্যাতনকারীদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ধর্ষক চেহারায় নয়, মানসিকতায় কুৎসিত : মাশরাফি

ধর্ষক চেহারায় নয়, মানসিকতায় কুৎসিত : মাশরাফি

দুই কন্যার বাবা আমি, আর চুপ থাকতে পারি না : সাকিব

দুই কন্যার বাবা আমি, আর চুপ থাকতে পারি না : সাকিব

সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

মুজিববর্ষের সেই ম্যাচ দুটি আয়োজন করবে বিসিবি

মুজিববর্ষের সেই ম্যাচ দুটি আয়োজন করবে বিসিবি