তাবিথকে চার ভোটে হারিয়ে সহ-সভাপতি হলেন মহিউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৫ এএম, ০১ নভেম্বর ২০২০
তাবিথকে চার ভোটে হারিয়ে সহ-সভাপতি হলেন মহিউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ সহ-সভাপতি নির্বাচিত হলেন মহিউদ্দিন আহমেদ মহি। প্রথম নির্বাচনে সমান সমান ভোট পাওয়ায় পুনরায় নির্বাচনে মাত্র ৪ ভোটে হেরে গেছেন সহ-সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল।

গত ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সহ-সভাপতি পদে সমান ভোট পাওয়ায় ভাগ্য ঝুলে যায় তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ মহির। ২৮ দিন পর শনিবার (৩১ অক্টোবর) পুনর্নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১৩০ ভোটের মধ্যে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি। তাবিথ আউয়াল পেয়েছেন ৬৩ ভোট। এর ফলে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান মানিকের সঙ্গে আগামী চার বছরের জন্য বাফুফের সহ-সভাপতি হলেন মহিউদ্দিন মহি।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল সাড়ে ১১টায় ভোট অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৬ সালে বাফুফে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে এসেই সহ-সভাপতি পদে জয়ী হয়ে চমক দেখিয়েছিলেন তাবিথ। তবে এবারের নির্বাচনে বেশ হেভিওয়েট প্রার্থী হিসেবে এসেও অল্পের জন্য হেরে গেলেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ের এটাই একমাত্র কারণ : সালাউদ্দিন

জয়ের এটাই একমাত্র কারণ : সালাউদ্দিন

সুমাইয়ার জন্ম জাপানে, স্বপ্ন বাংলাদেশের নারী ফুটবলে

সুমাইয়ার জন্ম জাপানে, স্বপ্ন বাংলাদেশের নারী ফুটবলে

চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন

চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন

দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান মানিক

দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান মানিক