সুমাইয়ার জন্ম জাপানে, স্বপ্ন বাংলাদেশের নারী ফুটবলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ এএম, ১৩ অক্টোবর ২০২০
সুমাইয়ার জন্ম জাপানে, স্বপ্ন বাংলাদেশের নারী ফুটবলে

ছবি : বাফুফে

ফ্রিস্টাইল ফুটবল প্রতিভা মাতসুশিমা সুমাইয়ার প্রতি নজর রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মল্লি এবং বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ২০ বছর বয়সী সুমাইয়াকে বাফুফে ভবনে সম্প্রতি আমন্ত্রণ জানিয়েছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, জাপানে জন্মগ্রহণ করা মাতসুশিমা সুমাইয়ার প্রতি নজর রাখছে বাফুফে। কারণ, ফ্রিস্টাইল ফুটবল প্রতিভা সুমাইয়ার স্বপ্নও বাংলাদেশ নারী ফুটবলে।
sportsmail24
গত বছর লিগামেন্টের ইনজুরিতে পড়েছিলেন মাতসুশিমা সুমাইয়া। পরে চিকিৎসকরা তাকে ফুটবল না খেলার পরামর্শ দিলেও ভালোবাসার খেলা ফুটবল ছাড়তে পারেনি সুমাইয়া। করোনাভাইরাসের মাঝেও প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা পিচে ফুটবল অনুশীলন করেছেন তিনি।

দেশের নারী ফুটবলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা সুমাইয়ার জন্ম জাপানে। জাপানে জন্মগ্রহণ করায় নামের সাথে তার মায়ের উপাধি ‘মাতসুশিমা’ পেয়েছেন।

সুমাইয়ার মা মাতসুশিমা তমোমি জাপানি এবং বাবা মাসুদুর রহমান বাংলাদেশি। সুমাইয়া দুই বছর বয়সে বাংলাদেশে এসেছিলেন। শৈশব থেকেই তিনি ফুটবলের প্রতি অনুরাগী।
sportsmail24
বর্তমানে সুমাইয়া শহরের সি ব্রিজ ইন্টার্নেশনাল স্কুলে এ-লেভেলে পড়াশোনা করছেন। স্কুলেও একটি ফুটবল দল গঠন করেছিলেন তিনি এবং ২০১৮ সালে অনুষ্ঠিত আন্ত-ইংলিশ মিডিয়াম স্কুল টুর্নামেন্টে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নও হয়েছিল তার দল।

মিডফিল্ডার হিসাবে খেলা সুমাইয়া ওই প্রতিযোগিতার সেরা খেলোয়াড়, শীর্ষ স্কোরার এবং সেরা ডিফেন্ডার হয়েছিলেন। বর্তমানে আই এম সি স্পোর্টিং একাডেমিতে খেলছেন বাংলাদেশের নারী ফুটবলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা মাতসুশিমা সুমাইয়া।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উন্নতি খাতুনকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার চেক হস্তান্তর

উন্নতি খাতুনকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার চেক হস্তান্তর

এসএসসি’র বাধা পেরিয়েছে এক ঝাঁক নারী ফুটবলার

এসএসসি’র বাধা পেরিয়েছে এক ঝাঁক নারী ফুটবলার

বাংলাদেশের মেয়েদের হারিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখলো ভারত

বাংলাদেশের মেয়েদের হারিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখলো ভারত

চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন

চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন