করোনা আক্রান্ত আকরাম খান হাসপাতালে ভর্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৬ এপ্রিল ২০২১
করোনা আক্রান্ত আকরাম খান হাসপাতালে ভর্তি

ফাইল ফটো

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত আকরাম খানকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

আকরাম খানের সহধর্মিনী সাবিনা আকরাম সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘করোনা পজিটিভ হওয়ার পর বাসাতেই চিকিৎসা চলছিল আকরামের। তবে কয়েকদিন ধরে কাশির পরিমাণ বেড়ে গেছে। আরও কিছু টেস্ট করানোর পর চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তাকে ভর্তি করা হয়েছে।’

১০ এপ্রিল (শনিবার) আকরাম খানের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে বাসাতেই অবস্থান করে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিয়ে আসছিলেন তিনি।

স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন আকরাম খান। জানা গেছে, আকরাম খানের ফুসফুসে ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা ভালো রয়েছে।

আকরাম খানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিনী সাবিনা আকরাম।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেটে পজিটিভ, ঢাকায় নেগেটিভ : দেশে ফিরছে পাঁচ নারী ক্রিকেটার

সিলেটে পজিটিভ, ঢাকায় নেগেটিভ : দেশে ফিরছে পাঁচ নারী ক্রিকেটার

‘বাংলাদেশ গেমস আয়োজন চ্যালেঞ্জিং ছিল’

‘বাংলাদেশ গেমস আয়োজন চ্যালেঞ্জিং ছিল’

আত্মবিশ্বাসী সাইফ, মায়ের দেশে সুযোগের অপেক্ষা

আত্মবিশ্বাসী সাইফ, মায়ের দেশে সুযোগের অপেক্ষা

সমকামী বিয়ের পর এবার ক্রিকেটকে বিদায় বললেন কিমিন্স

সমকামী বিয়ের পর এবার ক্রিকেটকে বিদায় বললেন কিমিন্স