টোকিও অলিম্পিকে নতুন নিয়ম, না মানলে কড়া শাস্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৯ এএম, ১৭ জুন ২০২১
টোকিও অলিম্পিকে নতুন নিয়ম, না মানলে কড়া শাস্তি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক আয়োজনে অনেকেই বিপক্ষে ছিল। তবে সকল শঙ্কা উপেক্ষা করে অলিম্পিক আয়োজনে অটল আয়োজকরা। অলিম্পিক আয়োজনে অটল থাকলেও করোনা পরিস্থিতির কারণে আনা হয়েছে নতুন কিছু নিয়ম; যা না মানলে অ্যাথলেটদের কঠিন শাস্তির মুখে পড়তে হবে।

অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, কোভিড নিয়ম না মানলে শুধু এ আসর নয়, ভবিষ্যতেও যে কোন অলিম্পিকে অংশ নেয়ার ক্ষমতা হারাবে নিয়ম ভঙ্গকারী অ্যাথলেট। নতুন নিয়ম কানুন ও দিক নির্দেশনা সহ ৭০ পাতার একটি বই প্রকাশ করেছে অলিম্পিক আয়োজক কমিটি। সেই বইয়ে তুলে ধরা হয়েছে সকল নিয়ম কানুন ।

এবারের অলিম্পিক জাপানে হলেও সেখানকার মানুষজন এর বিপক্ষে ছিল। আর তাই আয়োজকরাও এবার বাড়তি সতর্ক। খেলার মাঠে খেলোয়াড়েরা যেমন নিয়ম মেনে ম্যাচে অংশ নিয়ে থাকে, তেমনি এবারের আসরেও পরিস্থিতির কারণে নিয়ম মেনেই অ্যাথলেটরা অংশ নিবে বলে মনে করেন অলিম্পিকের পরিচালক পিয়েরি ডুকেরে।

তিনি বলেন, 'নিয়ম সবার জন্য এক। করোনা পরিস্থিতিতে এবারের আসরটি হবে বিধায় সকলকে নিয়ম মেনেই চলতে হবে। খেলার মাঝেও কিন্তু সকলকে নিয়ম মেনে খেলতে হয়। খেলোয়াড়েরা নিয়মের গুরুত্ব বুঝে। আশা করি তারা আমাদের সহযোগিতা করবে।'

এ বারের আসরে গ্যালারিতে থাকা দর্শকরা তাদের প্রিয় অ্যাথলিটদের উৎসাহ দেওয়ার জন্য শুধু হাততালি দিতে পারবে, চিৎকার করা যাবে না। অলিম্পিক কমিটি মনে করে, চিৎকার না করলে গ্যালারিতে পাশাপাশি বসে থাকার সময়ও সংক্রমণের ঝুঁকি কমবে।

তাছাড়া এবার আড্ডা দেয়াও নিষেধ করেছে আয়োজকরা। একই সাথে ডাইনিংয়ে একজনের বেশি এক সাথে খেতে পারবে না বলেও জানায় তারা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]   


শেয়ার করুন :


আরও পড়ুন

বসুন্ধরা কিংসের এলিটা কিংসলে এখন পূর্ণ বাংলাদেশি

বসুন্ধরা কিংসের এলিটা কিংসলে এখন পূর্ণ বাংলাদেশি

প্লে-অফে নয়, সরাসরি বাছাইপর্বে খেলবে বাংলাদেশ ফুটবল দল

প্লে-অফে নয়, সরাসরি বাছাইপর্বে খেলবে বাংলাদেশ ফুটবল দল

স্মিথ-ওয়ার্নারদের বাদ দিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

স্মিথ-ওয়ার্নারদের বাদ দিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ভারতের প্রস্তাবে শ্রীলঙ্কার না

ভারতের প্রস্তাবে শ্রীলঙ্কার না