সালমান শাহ’র স্ত্রী সামিরাকে বিয়ে করলেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ পিএম, ১৫ আগস্ট ২০২১
সালমান শাহ’র স্ত্রী সামিরাকে বিয়ে করলেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক

বাংলাদেশ চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ’র স্ত্রী সামিরাকে বিয়ে করলেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গত ১৫ জুলাই (বৃহস্পতিবার) তারা বিয়ে করেছেন। ​ইশতিয়াক-সামিরার বিয়ের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন প্রয়াত সালমান শাহ’র বন্ধু ও সামিরার দ্বিতীয় স্বামী মোশতাক ওয়াইজ।

সালমান শাহ’র মৃত্যুর পর (৬ সেপ্টেম্বর, ১৯৯৬) সালমানের বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা। তাদের দীর্ঘ দিনের সংসারে এক পুত্র ও দুই কন্যা রয়েছে। তবে সামিরা-মোশতাক সংসার স্থায়ী হয়নি। দু’জনের সম্মতিতে গত ২১ জুন তাদের তালাকনামা কার্যকর হয়েছে।

আইনগতভাবে দু’জনের আলাদা হওয়ায় মাত্র ২৭ দিন পর আবারও বিয়ের পিড়িতে বসেন সামিরা। প্রয়াত সালমান শাহ’র স্ত্রী সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ।

জানা গেছে, দুই পরিবারের সম্মতিতেই বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এমনকি সামিরার আগের সংসারের তিন সন্তানও এ বিয়েতে সম্পতি দিয়েছেন। তারা এখন মায়ের সাথে নতুন বাসাতেই থাকছেন।

নতুন জীবন সম্পর্কে সামিরা জানিয়েছেন, ‘সালমান শাহ’র স্ত্রী ছাড়াও আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ তার জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও এমনি পরিবর্তন এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমি ও মোশতাক (দ্বিতীয় স্বামী) দু’জনে মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন সে শুভেচ্ছাও জানিয়েছে। সন্তানরাও এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের ফেরাটাই ‌স্ত্রী-সন্তানদের জন্য উৎসব

সাকিবের ফেরাটাই ‌স্ত্রী-সন্তানদের জন্য উৎসব

মোস্তাফিজের কাছে কাটার শেখার চেষ্টায় আছেন শরিফুল

মোস্তাফিজের কাছে কাটার শেখার চেষ্টায় আছেন শরিফুল

বড় দল হয়ে ওঠার যাত্রা শুরু করলো বাংলাদেশ : সাকিব

বড় দল হয়ে ওঠার যাত্রা শুরু করলো বাংলাদেশ : সাকিব

বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, ঢুকতে পারে বাংলাদেশও

বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, ঢুকতে পারে বাংলাদেশও