বিসিবি নির্বাচন : ভোটের আগের রাতে সরে দাঁড়ালেন আরও একজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৬ অক্টোবর ২০২১
বিসিবি নির্বাচন : ভোটের আগের রাতে সরে দাঁড়ালেন আরও একজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (৬ অক্টোবর)। ভোটের আগের রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও একজন। তিনি হলেন- ঢাকা বিভাগের সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কিশোরগঞ্জ)। এর আগে একই বিভাগ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. খালিদ হোসেন (মাদারীপুর)।

বিসিবির নির্বাচনে আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি (ক্যাটাগরি-১) থেকে ঢাকা বিভাগে পরিচালক পদে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের মধ্যে এখন দু’জনই ভোট থেকে সরে গেলেন। যদিও আইন অনুুযায়ী নির্বাচনের ব্যালট পেপারে তাদের প্রার্থীতা বহাল রয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা বিসিবির নির্বাচন থেকে সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর (কিশোরগঞ্জ) সরে দাঁড়ানোর তথ্য নির্বাচন কমিশন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বলা হয়, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সরে দাঁড়ালেও ব্যালট পেপারে তার নাম থাকবে।

এদিকে, বিসিবির নির্বাচনে আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি (ক্যাটাগরি-১) থেকে ঢাকা বিভাগে পরিচালক পদে দু’জন সরে দাঁড়ানোর ফলে বাকি রইলেন আর মাত্র দু’জন। তারা হলেন- সাবেক ক্রিকেটার এবং বর্তমান সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ) এবং তানভির আহমেদ টিটু (নারায়ণগঞ্জ)।

এ ক্যাটাগরি থেকে দু’জন নির্বাচিত হবেন। ফলে চারজনের মধ্যে দু’জন সরে দাঁড়ানোর ফলে বাকি দু’জন ‘বিনাপ্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচিত হতে যাচ্ছেন। যদিও সরে দাঁড়ানোর দু’জনের নামও ব্যালট পেপারে থাকবে। সেক্ষেত্রে কাউন্সিলররা চাইলে তাদেরকেও ভোট দিতে পারবেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিবিবির বোর্ড রুমে বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে ভোটার মোট ১৭৩ জন। তবে ভোট দিতে পারবেন ১২৭ জন। বাকি ভোটারদের জায়গায় যত পদ তার বেশি প্রার্থী নেই। ১২৭ জনের মধ্যে আবার ৭০ জন কেন্দ্রে এসে ভোট দিবেন। আর বাকি ৫৭ জন ই-ভোট ও পোস্টালের মাধ্যমে ভোট দিবেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরোয়া লিগে পরিকল্পনায় থাকা ক্রিকেটাদেরকেই দেখা হয় : রাজ্জাক

ঘরোয়া লিগে পরিকল্পনায় থাকা ক্রিকেটাদেরকেই দেখা হয় : রাজ্জাক

ভোট দিতে ৫৬ জন কাউন্সিলর বিসিবিতে আসবেন না

ভোট দিতে ৫৬ জন কাউন্সিলর বিসিবিতে আসবেন না

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শওকত আজিজ রাসেল

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শওকত আজিজ রাসেল

বিসিবির কোষাগারে ৯শ' কোটি টাকা, ক্রিকেট উন্নয়নে চান দূর্জয়

বিসিবির কোষাগারে ৯শ' কোটি টাকা, ক্রিকেট উন্নয়নে চান দূর্জয়