ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার হাসপাতালে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১
ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার হাসপাতালে

জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা জানানো হয়, ছবি : বিসিবি

করোনাভাইরাসের নতুন ধরন ‌‘ওমিক্রন’-এ আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারকে হোটেল থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের স্বাস্থ্যের কোন অবনতির জন্য নয়, হাসপাতালে ভর্তি রেখে অবজারভেশন করা হচ্ছে।

সোমবার (১৩ ডিসেম্বর) হোটেল থেকে তাদেরকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা তৈহিদ মাহমুদ স্পোর্টসমেইল২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‌‘তাদের স্বাস্থ্যের কোন অবনতি বা স্বাস্থ্য বিষয়ের কোন ইস্যুতে হাসপাতালে নেওয়া হয়নি, তারা সুস্থ আছেন। মূলত মহান বিজয় দিবস উপলক্ষে হোটেলে অনেক ভি-ভিআইপি আসবেন। সে ক্ষেত্রে বাড়তি নিরাপত্তার জন্য আলাদাভাবে তাদের আইশোলেসনে রাখা হয়েছে।’

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ দেখা দেওয়ায় বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল করা হয়।

বাছাইপর্ব বাতিল হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর করোনা পরীক্ষায় দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে পরবর্তীতে তা ‌‘ওমিক্রন’ বলে শনাক্ত হয়। এরপর থেকে তাদেরকে আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়।

এদিকে, দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমক্রিন’ শনাক্ত হলেও শারীরিকভাবে তারা ভালো আছেন। শরীরে কোন প্রকার জ্বর বা অন্য কোন উপসর্গ দেখা যায়নি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

থাইল্যান্ডের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

থাইল্যান্ডের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানে হারালো বাংলাদেশের মেয়েরা

যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানে হারালো বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা

বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা