আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৯ ফেব্রুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৯ ফেব্রুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৭০ : অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পেসার গ্লেন ম্যাকগ্রার জন্মদিন।

২০২০ : প্রথমবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জেতে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এ আসরের ভারতকে হারিয়ে এ শিরোপা জেতে যুব টাইগাররা।

১৯২২ : ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা স্পিনার জিম ল্যাকার। তার জন্ম এই দিনে।

২০২০ : সবচেয়ে কম বয়সে টেস্ট ইতিহাসে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানি পেসার নাসিম শাহ।

১৯৫৭ : পাকিস্তানের ওপেনার কাসিম ওমরের জন্মদিন। পাকিস্তানের হয়ে ২৬ টেস্ট এবং ৩১ ওয়ানডে খেলেছিলেন তিনি।

১৮৫৯ : ইংলিশ ব্যাটার মাউরিসের রিডের জন্মদিন। প্রথম শ্রেণির ক্রিকেটে সারের হয়ে দারুণ ছন্দে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে তুমুল ব্যর্থ ছিলেন তিনি।

১৯৮৩ : দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার রায়ান ম্যাকলারেনের জন্মদিন।

১৯০৪ : অস্ট্রেলিয়ার মাটিতে একটি প্রথম শ্রেণির ম্যাচে মাত্র ১৫ রানে অল আউট হওয়ার কীর্তি দেখেছিল ক্রিকেট বিশ্ব।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৮ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৮ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৭ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৭ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৬ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৬ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৫  ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৫ ফেব্রুয়ারি