আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৭ ফেব্রুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৭ ফেব্রুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৯৯ : দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। টেস্ট ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে এ কীর্তি গড়েন কুম্বলে।

২০২১ : কাইল মেয়ার্সের অনবদ্য দ্বিশতকে বাংলাদেশের বিপক্ষে ৩৯৫ রানের লক্ষ্য তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে এ লক্ষ্য তাড়া করা এশিয়ায় সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।

১৯৯৮ : দুই বছর পর টেস্ট দলে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদে ১১ উইকেট শিকার করেন আঙ্গুস ফিসার। তবুও দলকে জেতাতে পারেননি। কার্ল হুপারের দারুণ ব্যাটিং তিন উইকেটের থ্রিলিং জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

১৮৫৭ : ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার আলফ্রেড লাইটেলটনের জন্মদিন। ইংল্যান্ডের হয়ে চারটি টেস্ট খেলেছেন। শুধু তাই নয়। ফুটবল এবং টেনিসও সমানতালে খেলতেন তিনি।

১৯৭২ : আফতাব হাবিবের জন্মদিন। জাতীয় দলের আশে পাশে কোনো ম্যাচ না খেলেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। ইংল্যান্ড ভেবেছিল নিউজিল্যান্ডকে হারাতে কার্যকর হবেন তিনি। তবে মাত্র দুই টেস্টেই থেমেছে আফতাব হাবিবের ক্যারিয়ার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৬ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৬ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৫  ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৫ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II  ৪ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৪ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৩ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৩ ফেব্রুয়ারি