ক্রিকেট বল হতে আনুষ্কা শর্মা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট বল হতে আনুষ্কা শর্মা

আনুষ্কা শর্মা; বলিউডের প্রতিষ্ঠিত এ অভিনেত্রীর আরও একটি পরিচয় হলো দেশেটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী। নিজে অভিনেত্রী হলেও ক্রিকেটের সাথে তার যে বেশ সখ্য রয়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। আর এবার তো হাতে তুলে নিলেন ক্রিকে বল। রীতিমতো হয়ে গেলেন পেস বোলার।

ঘটনাটি শুনে অবাক হলেও সত্যি যে, বল হাতে পুরোদমে পেস বোলার হয়েছেন বিরাট কোহলির স্ত্রী আনুষ্কা শর্মা। স্বামী ব্যাটার হলেও আনুষ্কা এখন ক্রিকেটের পেস বোলার। তবে আনুষ্কার পেস বল কখনো সামলাতে হবে না বিরাট কোহলির।

বড় পর্দা মাতানো আনুষ্কা বাইশ গজে একজন ফাস্ট বোলার হওয়ার মূল ঘটনা হলো সিনেমা। সিনেমার প্রয়োজনেই ক্রিকেট বল হাতে তুলে নিয়েছেন তিনি। ভারতের অন্যতম সেরা নারী পেসার ঝুলন গোস্বামীর বায়োপিকে মূল চরিত্রে অভিনয় করছেন আনুষ্কা শর্মা।

২০২০ সালের প্রথম দিক থেকে সিনেমাটির শুটিং শুরু হলেও এতোদিন কোন স্থির চিত্র বা ভিডিও ফুটেজ প্রকাশ পায়নি। তবে বায়োপিকের চিত্রধারণের প্রয়োজনে বোলিং করার ছবি প্রকাশ করেছেন আনুষ্কা শর্মা। ছবি প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে হৈ হুল্লর পড়ে গেছে বলিউড পারায়।

ঝুলন গোস্বামীকে ট্যাগ করে আনুষ্কার প্রকাশিত দুটি ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। ছবি প্রকাশের সাথে আনুষ্কা লিখেন, ‍“গ্রিপ বাই গ্রিপ’। সাথে ভালোবাসা এবং ক্রিকেট ব্যাটের ইমোজিও দিয়েছেন তিনি।

ইডেনে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক গোলাপী বলের টেস্টে শতক হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। সে মাঠেই বল হাতে শুটিং করেছেন স্ত্রী আনুষ্কা। জানা গেছে, চরিত্রটি নির্ভুলভাবে ফুটিয়ে তুলকে আনুষ্কার শুটিংয়ের সময় সাহায্য করতে ঝলনও মাঠে ছিলেন। এর আগে ঝুলনের অঙ্গভঙ্গি ও বল হাতে নিখুত অ্যাকশন রপ্ত করতে বেশ কয়েক মাস কাজ করেছেন আনুষ্কা।

ভারতীয় পেসার ঝুলনের বায়োপিকের নাম দেওয়া হয়েছে ‘চাকদাহ এক্সপ্রেস’। প্রসিত রায়ের পরিচালনায় সিনেসটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্স প্রকাশ করা হবে। সম্প্রতি ‘চাকদাহ এক্সপ্রেস’ মুভির টিজারও প্রকাশ পেয়েছে। যেখানে ভারতীয় জার্সিতে বেশ মানিয়েছে অনুষ্কা শর্মাকে। এবার বল হাতের ছবি প্রকাশ করলেন বিরাট পত্নী।

এ বায়োপিকের মধ্য দিয়ে দীর্ঘ তিন বছর পর রুপালি পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা। ২০১৮ সালে সর্বশেষ জিরো মুভিতে দেখাগিয়েছিল অনুষ্কা শর্মাকে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দশ দলে পাল্টে গেল আইপিএল পদ্ধতি, যুক্ত হলো গ্রুপ পর্ব

দশ দলে পাল্টে গেল আইপিএল পদ্ধতি, যুক্ত হলো গ্রুপ পর্ব

আইপিএলের জন্য জাতীয় দলে সেরাটা দেন না ক্রিকেটাররা : গাভাস্কার

আইপিএলের জন্য জাতীয় দলে সেরাটা দেন না ক্রিকেটাররা : গাভাস্কার

রমেশ কুমার : আইপিএলে টেনিস বলের ‘নারিন’

রমেশ কুমার : আইপিএলে টেনিস বলের ‘নারিন’

নেতা হতে অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই : বিরাট কোহলি

নেতা হতে অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই : বিরাট কোহলি