পাকিস্তানে আজান শুনে ‘মুগ্ধ’ প্যাট কামিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৭ মার্চ ২০২২
পাকিস্তানে আজান শুনে ‘মুগ্ধ’ প্যাট কামিন্স

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়েছে অস্ট্রেলিয়া। এই ঐতিহাসিক সফরে তারা তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে। এই সফরে গিয়ে নানান অভিজ্ঞতা হচ্ছে অজি ক্রিকেটারদের। এবার আজান শুনে মুগ্ধ হয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় দূর পাহাড় থেকে ভেসে আসছিল আজানের ধ্বনি। সেই ধ্বনি শুনে মুগ্ধ হয়ে গেছেন কামিন্স। কোডস্পোর্টসে লেখা এক কলামে এমনটাই জানিয়েছেন তিনি।

রাওয়ালপিন্ডিতে চলছে প্রথম টেস্ট। শেষ হতে বাকি আরও দুইদিন। প্রথম টেস্ট শুরুর আগে শুক্রবার জুমার নামাজের জন্য সিরিজ চলাকালীন বিরতির মাঝে অতিরিক্ত সময় বরাদ্ধ করা হয়েছে। কামিন্স জুমার নামাজ এবং এই নির্দিষ্ট দিনে (শুক্রবার) প্রথম সেশনের বাড়ানো সময় সম্পর্কেও শিখেছেন।

কলামে কামিন্স লিখেন, ‘মঙ্গলবার অনুশীলনের সময় একটি দুর্দান্ত মুহূর্ত ছিল যখন রাওয়ালপিন্ডি থেকে আসা প্রার্থনার আহবানটি (আজান) দূরের পাহাড়ের সাথে মাটি জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল।’

অজি অধিনায়ক আরও লিখেন, ‘সেদিন আমি আরও জানতে পেরেছিলাম যে, এই সিরিজের প্রতি শুক্রবার এক ঘন্টার মধ্যাহ্নভোজের বিরতি সহ প্রার্থনার জন্য প্রথম সেশন হবে আড়াই ঘন্টা। কারণ এখানে এটা সপ্তাহের পবিত্র দিন। আমরা এখানে সব সময়ই শিখছি।’

পাকিস্তান সম্পর্কে জানার জন্য কামিন্স তার সতীর্থ ইসলামাবাদে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান খেলোয়াড় উসমান খাজাকে একটি কুইজ সেট করতে বলেছিলেন। তিনি বলেন, ‘পাকিস্তানের সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করার জন্য আমি উসমান খাজাকে একটি কুইজ রাখতে বলেছিলাম।’

কুইজ বেশ মজার ছিল জানিয়ে কামিন্স বলেন, ‘এটি একটু মজার ছিল। উজ (খাজা) মার্নাস লাবুশ্যানে এবং স্টিভ স্মিথ প্রতিযোগী ছিলেন৷ এটার উদ্দেশ্য ছিল আমরা যে দেশে আছি তার সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে আমাদের বোঝাপড়াকে আরও গভীর করা।’ খাজার এই কুইজে অবশ্য স্মিথ জিতেছিলেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজের নাম বদলে ‘বাবর আজম’ রাখলেন কানাডিয়ান শিশু

নিজের নাম বদলে ‘বাবর আজম’ রাখলেন কানাডিয়ান শিশু

রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক

রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক

ছয় ম্যাচের জন্য ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন হাসান আলী

ছয় ম্যাচের জন্য ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন হাসান আলী

টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন রশিদ

টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন রশিদ