দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৭ মার্চ ২০২২
দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

আর্চারিতে বাংলাদেশের সাফল্যের পালে বইছে সুসময়ের বাতাস।, এবার সেটা ছড়িয়ে গেল থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টেও। এই আসরে শীর্ষ দুটি পদকই নিশ্চিত করেছে বাংলাদেশের দুই নারী আর্চার দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার।

থাইল্যান্ডের ফুকেটে এই আসরে মেয়েদের রিকার্ভ এককে আলো ছড়িয়েছেন তারা। সব বাধা পেরিয়ে দু’জনে উঠেছেন ফাইনালে। আর তাতেই এই ইভেন্টের সোনা ও রৌপ্য - দুটি পদকই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। যেই জিতুক বা হারুক, পদক বাংলাদেশের ঘরেই আসবে।

টুর্নামেন্টের ‘স্টেজ-১’ - এ মেয়েদের বিভাগে শেষ ষোলোর লড়াইয়ে স্বদেশরই সুলতানা ফাহমিদা নিশাকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠেন দিয়া। শেষ আটে ভারতের ঋধিকে ৬-৪ ব্যবধানে হারানোর পর সেমি-ফাইনালে পুনিয়া তিশাকে ৭-৩ সেট পয়েন্ট হারিয়ে ফাইনালের টিকিট পান।

ওইদিকে র‌্যাঙ্কিং রাউন্ডে দিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় হওয়া নাসরিন শেষ ষোলোয় কাজাখস্তানের পুনিকার জংক্রাজাকের বিপক্ষে জয় তুলে নেন ৬-২ গেমের০ ব্যবধানে। কোয়ার্টার-ফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হন তিনি। তবে নাসরিনের কাছে হার মানেন ভারতের হেমব্রম লক্ষ্ণী।

তুমুল লড়াইয়ের পর লক্ষ্ণীর বিপক্ষে নাসরিন জয় পান ৬-৫ সেট পয়েন্টে। সেমি-ফাইনালেও জমজমাট লড়াইয়ের পর মালয়েশিয়ার প্রতিপক্ষ ফোজি নুরকে ৬-৫ ব্যবধানে হারিয়ে জয় তুলে নেন নাসরিন।

দিয়া-নাসরিনের আলো ছড়ালেও হতাশ করেছেন রোমান সানা। দেশ সেরা এই তারকা আর্চার শেষ ষোলোর লড়াইয়ে ৭-৩ সেট পয়েন্ট হেরে যান ইরানের রেজা শাবানির কাছে। ছিটকে গেছেন আরেক আর্চার হাকিম আহমেদ রুবেলও। তিনি বাদ পড়েন সেমি-ফাইনাল থেকে।

অবশ্য রুবেলের সামনে এখনও পদক পাওয়ার হাতছানি জেগে রয়েছে। ব্রোঞ্জের জন্য লড়াইয়ে তিনি আবারও নামবেন কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের বিপক্ষে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’

‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’

৩শ’ বছরের পুরোনো আর্চারি প্রতিযোগিতা বাতিল

৩শ’ বছরের পুরোনো আর্চারি প্রতিযোগিতা বাতিল

বিশ্ব আরচ্যারির বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় রোমান সানা

বিশ্ব আরচ্যারির বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় রোমান সানা

ম্যাচ চলাকালে আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড়কে ‘গুলি’ করে হত্যা

ম্যাচ চলাকালে আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড়কে ‘গুলি’ করে হত্যা