ছেলের বাবা হয়েছেন নাসির হোসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৮ এপ্রিল ২০২২
ছেলের বাবা হয়েছেন নাসির হোসেন

ফাইল ফটো

প্রথমবারের মতো ছেলে সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। গত ৮ এপ্রিল (শুক্রবার) নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন। বাবা হওয়ার সংবাদ এতদিন গোপন রেখেছিলেন নাসির দম্পতি।

গত ২৫ ফেব্রুয়ারি তামিমার বেবি বাম্পের ছবি প্রকাশ করে অন্তঃসত্বার খবর দিয়েছিলেন নাসির হোসেন। যদিও এর আগে গত বছরের ডিসেম্বরে বিয়ে সংক্রান্ত মামলায় তাদের আইনজীবীর মাধ্যমে আদালতকে জানিয়েছিলেন যে, তামিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। তবে বিয়ের কয়েকদিন পরেই ঝামেলায় পড়েন তারা। রাকিব নামের একজন তামিমার আগের স্বামী দাবি করে নাসির-তামিমার বিয়েকে অবৈধ দাবি করে মামলা দায়ের করেন, যা এখনো চলমান।

গত কয়েক বছর ধরেই ক্রিকেট মাঠের চেয়ে বাইরের খবরে বেশি শিরোনামে ছিলেন নাসির হোসেন। বিয়ে নিয়ে আদালত পর্যন্ত গড়ালে সেটি আরও বেশি আলোচনার জন্ম দেয়। এর মাঝেই এখন নাসির-তামিম দম্পতি পুত্র সন্তানের জনক হলেন।

২০১১ সালে বাংলাদেশ ক্রিকেট দলে অভিষেক হয়েছিল নাসির হোসেনের। দেশের হয়ে এখন পর্যন্ত ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন তিনি। দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এ অলরাউন্ডার ব্যাট হাতে ২ হাজার ৬৯৬ রান ও বল হাতে ৩৯ উইকেট শিকার করেছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএলে নাসিরের ব্যাটে সেঞ্চুরি

ডিপিএলে নাসিরের ব্যাটে সেঞ্চুরি

যেখানেই খেলি পারফর্ম করার চেষ্টা করি, মানসিকভাবেও ফিট: নাসির

যেখানেই খেলি পারফর্ম করার চেষ্টা করি, মানসিকভাবেও ফিট: নাসির

মুখে যতই হাসো, বুঝতে পারি তুমি ভালো নেই : নাসিরকে সুবাহ

মুখে যতই হাসো, বুঝতে পারি তুমি ভালো নেই : নাসিরকে সুবাহ

নাসির-তামিমার বিয়ে অবৈধ : পিবিআই

নাসির-তামিমার বিয়ে অবৈধ : পিবিআই