যেখানেই খেলি পারফর্ম করার চেষ্টা করি, মানসিকভাবেও ফিট: নাসির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৩ মার্চ ২০২২
যেখানেই খেলি পারফর্ম করার চেষ্টা করি, মানসিকভাবেও ফিট: নাসির

ক্রিকেটের বাইরের ঘটনার কারণেই এখন বেশি সংবাদমাধ্যমের শিরোনাম হন ক্রিকেটার নাসির হোসেন। দীর্ঘদিন পর সংবাদমাধ্যমের সামনে ক্রিকেটীয় বিষয় নিয়ে কথা বলেছেন এই ক্রিকেটার। জানিয়েছেন, যেখানেই খেলবেন সেখানেই পারফর্ম করতে চান। এছাড়াও ক্রিকেট খেলার জন্য মানসিকভাবেও ফিট বলেও জানিয়েছেন নাসির।

আসন্ন ঢাকা প্রিমিয়া ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন নাসির হোসেন। প্রিমিয়ার লিগে মাঠে নামার আগে নিজেকে প্রস্তুত করছেন তিনি। চান প্রিমিয়ার লিগে সুযোগ পেলে ভালো খেলবেন।

রোববার (১৩ মার্চ) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাসির। সেখানে জানান সবসময় পারফর্ম করতে চান। এছাড়াও জানান প্রিমিয়ার লিগের জন্য মানসিকভাবে ফিট আছেন।

তিনি বলেন, ‘যেখানেই খেলি না কেন সবসময় পারফর্ম করার চেষ্টা করি। আমার মত সব খেলোয়াড়ই জাতীয় দলে খেলতে চায়। আমিও চাই। কিন্তু এটার একটা প্রক্রিয়া আছে। পারফর্ম করেই জাতীয় দলে খেলতে হবে। তাই পারফরম্যান্সের দিকেই আমার ফোকাস বেশি।’

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় আছে মানসিক স্বাস্থ্যের বিষয়টি। দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকলেও খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত বলেও জানিয়েছেন এই ক্রিকেটার।

নাসির বলেন, ‘প্রিমিয়ার লিগ খেলার জন্য নিজেকে ফিট মনে করছি। মানসিকভাবেও অবশ্যই ফিট। এটা এমন একটা জায়গা, ব্যাটিংয়ে নামলে মনে হয় না কোনো খেলোয়াড়ের মাথায় অন্য কোনো চিন্তা আসে। বোলিং, ফিল্ডিংয়ের ক্ষেত্রেও তাই।’

জাতীয় দল কিংবা বাংলাদেশ টাইগার্স এমন কোনো লক্ষ্য এখনই ঠিক করতে চান না নাসির। বরং ডিপিএলের দিকেই নিজের পুরো নজরটাই রাখতে চান এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘আমার ওরকম কোনো লক্ষ্য নেই। আমার মূল জিনিস হচ্ছে পারফর্ম করা। প্রিমিয়ার লিগে পারফর্ম করলে বাংলাদেশ টাইগার্স, 'এ' দল, জাতীয় দল এসবের দরজা খুলে যাবে। এখন প্রত্যেক খেলোয়াড়ের ডিপিএলেই মনোযোগ রাখা উচিৎ।’

তিনি আরও জানান, মাঠের খেলা এবং ব্যক্তিগত জীবনকে সবসময়ই আলাদা রেখেছেন তিনি। নাসির বলেন, ‘সবখানেই জিততে চাই। যেহেতু আমি খেলোয়াড়, আমি কখনই হারার জন্য খেলি না। ঐটা আমার ব্যক্তিগত জীবন, ঐটা মাঠের বাইরেই আছে। তাই এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে, প্রিমিয়ার লিগ নিয়েই কথা বলব।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে দল পাননি আশরাফুল-নাসির

বিপিএলে দল পাননি আশরাফুল-নাসির

পঞ্চপান্ডব’র তিনজনই মোহামেডানে

পঞ্চপান্ডব’র তিনজনই মোহামেডানে

‘সাকিব আত্মহত্যাও করতে চেয়েছিলেন’

‘সাকিব আত্মহত্যাও করতে চেয়েছিলেন’

বিসিবির ছুটি না নিয়ে দক্ষিণ আফ্রিকায় খেলছেন সাকিব

বিসিবির ছুটি না নিয়ে দক্ষিণ আফ্রিকায় খেলছেন সাকিব